ব্যবহারকারীদের চাহিদার বিবেচনায় বাজারের সর্বোচ্চ ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারির গ্যালাক্সি এম৩০এস হ্যান্ডসেট নিয়ে এসেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ।

samsung m30sস্যামসাং গ্যালাক্সি এম৩০এস

শক্তিশালী ব্যাটারির পাশাপাশি অসাধারণ ফিচারের এ ফোনটি কিনতে ক্রেতাদের খরচ করতে হবে ২৭ হাজর ৪৯০ টাকা।

গ্যালাক্সি এম৩০এস ডিভাইসটিতে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম রয়েছে। স্বস্তিদায়ক ও বহন সুবিধাজনক ৮.৯ মিলিমিটার পুরুত্বের এ ফোনটির ওজন মাত্র ১৮৮ গ্রাম।

ফুলএইচডি প্লাস রেজ্যুলেশনের ইনফিনিটি ইউ সুপার অ্যামোলেড ৬.৪ ইঞ্চি স্ক্রিনের ডিসপ্লের সাথে ওয়াইডভাইন এল-১ সার্টিফিকেশন থাকায় ব্যবহারকারীরা যেকোনো হাই ডেফিনিশন ভিডিও কন্টেন্ট স্ট্রিমিং করে স্বাচ্ছন্দে দেখার সুযোগ পাবেন।

স্মার্টফোনটিতে তিনটি ব্যাক ক্যামেরার ক্লাস্টারের রেজ্যুলেশন ৪৮ মেগাপিক্সেল, ওপর দুটি ৮ ও ৫ মেগাপিক্সেল। এদিকে, ফোনের সামনের ক্যামেরাটিতে অ্যাপারচারসহ ১৬ এমপি রেজ্যুলেশন রয়েছে।

samsung m30s1তিনটি ব্যাক ক্যামেরার ক্লাস্টারের রেজ্যুলেশন ৪৮ মেগাপিক্সেল, ওপর দুটি ৮ ও ৫ মেগাপিক্সেল

এ ফোনটি দিয়ে ফোরকে বা আল্ট্রাএইচডি, সুপার স্লো-মো, সুপার স্টেডি এবং হাইপারল্যাপ্সের চোখ জুড়ানো ভিডিও রেকর্ড করা যায়।

ডিভাইসটি স্যামসাংয়ের ওয়ান ইউআই ইন্টারফেসের সাথে অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমে চলবে। সাথে থাকছে এক্সিনস ৯৬১০ অক্টাকোর প্রসেসর যা সেকেন্ডে ২.৩ গিগাহার্জ পর্যন্ত গতিতে কাজ করতে সক্ষম। মালি জি-৭২ এমপিথ্রি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট থাকায় গ্রাহকরা রোমাঞ্চকর গেমিং এবং গ্রাফিক্সের অভিজ্ঞতা পাবেন। ইউএনবি।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.