ময়মনসিংহে অপারেশন করার পর এক যুবকের পেট থেকে ১৯টি টুথব্রাশসহ নানাবিধ জিনিসপত্র বের করেছেন চিকিৎসকরা। বিষয়টি অবিশাস্য হলেও এটিই সত্যি। শামিম নামের ৩২ বছর বয়সী এক যুবকের পেট থেকে এসব বের করা হয়। অস্ত্রোপচারের পর ওই যুবক সম্পূর্ণ সুস্থ্য আছেন বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

toothbrush

চিকিৎসকদের বরাতে জানা গেছে,অস্ত্রোপচারের পর তার পেট থেকে যেসব জিনিসপত্র বের করা হয়েছে সেগুলোর মধ্যে ১৯টি টুথব্রাশসহ রয়েছে চারটি মেসওয়াক, একটি ভাঙা কাঁটাচামচ, দুটি প্লাস্টিকের টুকরো, এক টুকরো কাপড় এবং ব্যাটারির ভেতরে থাকা দুটি সীসার দণ্ড।

অস্ত্রোপাচারকারী ডাক্তারদের অন্যতম শফিকুল ইসলাম বলেন, ‘একজন মানুষের পেট থেকে আস্ত টুথব্রাশ পাওয়া বিস্ময়কর একটা ব্যাপার। এছাড়া ব্রাশগুলো সম্পূর্ণ আস্ত ছিল দেখে আমরা আরো বিস্মিত হয়েছি। এতো বড় বড় ব্রাশগুলো কিভাবে তার পেটে ঢুকলো বিষয়টি এখনো আমাদের মাথায় ঢুকছে না।'

এর আগে শামিমের পেট ব্যথা ও বমির উপসর্গ দেখা দিলে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন। পরে তার পেটের এক্সরেতে একটি কাঁটাচামচসহ তিনটি ধাতব টুকরোর অস্তিত্ব দেখা দিলে চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। কিন্তু অপারেশনের কথা শুনে শামিম প্রথমবার হাসপাতাল থেকে পালিয়ে গেলেও পরিবারের লোকজন তাকে ধরে আবার হাসপাতালে নিয়ে আসেন। ময়মনসিংহ শহরের একটি বেসরকারি হাসপাতালে তাকে অস্ত্রোপচার করানো হয়। এখানেই তার পেট থেকে ওইসব বের হয়ে আসে।

তবে ওই যুবকের আচার আচরণে সে মানসিক ভারসাম্যহীন বলেই মনে করছেন ডাক্তাররা। তারা মনে করছেন, সে দিনের পর দিন লোকচক্ষুর আড়ালে এসব খেয়েছে। অস্ত্রোপচারের পর এখন ওই যুবক সম্পূর্ণ আশঙ্কামুক্ত বলেও জানিয়েছেন ডাক্তারগণ।

 

আপনি আরো পড়তে পারেন 

ঘুষের বিরুদ্ধে প্রতিবাদে এলো ‘শূন্য রুপির নোট’

দানব ইঁদুর! সেটা আবার কেমন?

লন্ডনেও বিক্রি হচ্ছে বোতলজাত গো-মূত্র!

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.