আপনি পড়ছেন

আজ মঙ্গলবার ৩১ ডিসেম্বর পিইসি (প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী), জেএসসি ও জেডিসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট) পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, প্রধানমন্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বেলা সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার ফল বিস্তারিত প্রকাশ করবেন।

jsc jdc exam suspend

শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে। সেখান থেকে অনায়াসেই জেনে নিতে পারবেন। তাছাড়া মোবাইলের মাসেজ অপশনে গিয়ে নির্ধারিত ফরমেটে তথ্য টাইপ করে সেন্ড করলে ফিরতি ম্যাসেজে ফলাফল জেনে নেয়া যাবে।

প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল জানবেন যেভাবে

DPE STUDENTID YEAR & SEND TO 16222

উদাহরণ: DPE 1120194142432222 2019 & SENDTO 16222

ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল জানবেন যেভাবে

EBT STUDENTID Year & SEND TO 16222

উদাহরণ: EBT 1120194142432222 2019 & SEND TO 16222

JSC পরীক্ষার ফল জানার জানবেন যেভাবে

JSC BOARD ROLL YEAR & SEND TO 16222

উদাহরণ: JSC DHA 123456 2019 & SEND TO 16222

JDC পরীক্ষার ফল জানার জানবেন যেভাবে

JDC MAD ROLL YEAR & SEND TO 16222

উদাহরণ: JDC MAD 123456 2019 & SEND TO 16222

গত ১৭ থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠিত প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় সারাদেশে ২৯ লাখ তিন হাজার ৬৩৮ জন শিক্ষার্থী অংশ নেয়। দেশব্যাপী সাত হাজার ৪৫৮টি কেন্দ্রে তাদের পরীক্ষা নেওয়া হয়। এ সময় বহিষ্কৃত দুই শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা নিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের নির্দেশনা দেন উচ্চ আদালত।

অন্যদিকে, জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ শিক্ষার্থী অংশ নেয়।