(৭টা ৩৭ মিনিট): শুরুর ধাক্কা কাটিয়ে রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসকে বেশ ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু নাসিম শাহর একটা ওভারে হঠাৎ সব এলোমেলো হয়ে যায়। ইনিংসের ৪১তম ওভারে পর পর তিন বলে নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম ও মাহমুদুল্লাহ রিয়াদকে ফিরিয়ে দুর্দান্ত এক হ্যাটট্রিক তুলে নেন নাসিম শাহ।

naseem shah is congratulated by his team mates

তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে মোহাম্মদ মিঠুনও ফিরে গেলে ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। ছয় উইকেটে ১২৬ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। অর্থাৎ ইনিংস হার এড়াতে এখনো ৮৬ রান প্রয়োজন বাংলাদেশের। তৃতীয় দিন শেষে ৩৭ রানে অপরাজিত মুমিনুল হক। তার সঙ্গে শূন্য রানে দিন শেষ করেছেন লিটন দাস।

রাওয়ালপিন্ডিতে বিস্ময় বালকের হ্যাটট্রিক (৬টা ২২ মিনিট): রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ধুঁকছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। শুরুতে ব্যর্থ দুই ওপেনার সাইফ হাসান ও তামিম ইকবাল। শুরুর ধাক্কা কাটিয়ে অবশ্য ভালোভাবেই এগুচ্ছিলেন নাজমুল হাসান শান্ত ও মুমিনুল হক। কিন্তু বাংলাদেশের ইনিংসের ৪১তম ওভারে হঠাৎ যেন মড়ক লাগল!

ওভারের চতুর্থ বলে রিভিউ নিয়ে নাজমুল হাসান শান্তর উইকেট তুলে নেন পাকিস্তানের বিস্ময় বালক নাসিম শাহ। পঞ্চম বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়লেন নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম। হ্যাটট্রিকের মুখে নাসিমের সামনে ছিলেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। ডানহাতি ক্রিকেটার প্রতিপক্ষ বোলারের হ্যাটট্রিক ঠেকাবেন কী নিজেই নেমে পড়লেন হ্যাটট্রিক পূর্ণ করার মিশনে!

নাসিমের ওভারের শেষ ডেলিভারিটাটি ছিল অফস্টাম্পের অনেকটা বাইরে। খুব একটা সুইংও পাননি। চাইলে সহজেই ছেড়ে দিতে পারতেন মাহমুদুল্লাহ। কিন্তু বাংলাদেশি ব্যাটসম্যান চাইলেন চার হাঁকাতে! ব্যাটে-বলে করতে না পেরে স্লিপে ক্যাচ, নাসিম শাহর হ্যাটট্রিক। ২ উইকেটে ১২৪ রান তোলা বাংলাদেশ ৪৩ ওভার শেষে ১২৬/৫।

রাওয়ালপিন্ডিতে শান্ত-মুমিনুলের প্রতিরোধ (৫টা ৫২ মিনিট): প্রথম ইনিংসের মতো রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো হয়নি। তরুণ ওপেনার সাইফ হাসান মাত্র ১৬ রান করে আউট হয়েছেন। সেট হয়ে ৩৪ রানে ফিরেছেন তামিম ইকবাল। তবে তার পর বেশ ভালোই খেলছেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত।

mominul haque pats one away

৬৭ রানের জুটি গড়ে এখনো অপরাজিত দুই জন। ৮৪ বলে ৩৬ রানে অপরাজিত শান্ত। ৭৫ বলে ৩৪ রানে অপরাজিত মুমিনুল। ৪০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১২১/২।

তামিমের বিদায় (৪টা ৩৬ মিনিট): রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে সফল হতে পারেননি তামিম ইকবাল। তবে দ্বিতীয় ইনিংসে যেভাবে অবলীলায় রান তুলছিলেন তাতে মনে হচ্ছিল বড় ইনিংস আসছে অভিজ্ঞ ওপেনারের ব্যাট থেকে। কিন্তু তা হলো না, সেট হওয়ার পরও ইয়াছির আলির বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন ৩৪ রান করে। ২০ ওভার শেষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের স্কোর ৫৯/২। ৭ রানে এখন ক্রিজে আছেন নাজমুল হাসান শান্ত। তার সঙ্গে দুই রানে অপরাজিত অধিনায়ক মুমিনুল হক।

tamim iqbal whacks it over the top

তামিমের দারুণ শুরু, অভিষেকে শূন্য সাইফ (৩টা ৪৩ মিনিট): রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৩ রান করে আউট হয়েছেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকাবল। তবে দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত বেশ ভালোই খেলছেন। ৪৫ বল খেলে ৩২ রানে ব্যাট করছেন তামিম। ১৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫১/১।

তরুণ সাইফ হাসান ফিরে গেছেন ২৫ বলে ১৬ রান করে। অভিষেকটা ভালো হলো না তরুণ ওপেনারের। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন সাইফ।

৪৪৫ রানে থামল পাকিস্তান (২টা ৫৭ মিনিট): রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ পর্যন্ত ৪৪৫ রানে গিয়ে থেমেছে। অর্থাৎ প্রথম ইনিংসে ২১১ রানের লিড পেল পাকিস্তান। বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছিল ২৩৩ রানে।

haris sohail guides the ball behind square

কাল তিন উইকেটে ৩৪২ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। অর্থাৎ ১০৩ রানে পাকিস্তানের শেষ সাত উইকেট তুলে নিয়েছে বাংলাদেশি বোলাররা। রুবেল হোসেন ও আবু জায়েদ রাহি তিনটি করে উইকেট পেয়েছেন। দুই উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। একটি উইকেট গেছে ইবাদত হোসেনের ঝুঁলিতে।

রাওয়ালপিন্ডিতে ভয়ঙ্কর রুবেল (২টা ০২ মিনিট): রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে দাপট দেখিয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। অভিজ্ঞ রুবেল হোসেন সেদিন বল হাতে কিছুই করতে পারেননি। ১৭ ওভার বোলিং করে ৭৭ রান খরচায় উইকেটশূন্য ছিলেন রুবেল। দ্বিতীয় দিনের ব্যর্থ রুবেল আজ হঠাৎই জ্বলে উঠলেন।

rubel hossain picked up his first wicket

আজ টেস্টের তৃতীয় দিনে এখন পর্যন্ত পাঁচ উইকেট হারিয়েছে পাকিস্তান, যার তিনটিই তুলে নিয়েছেন রুবেল। মোহাম্মদ রিজওয়ান ও ইয়াছির শাহকে ফেরানোর পর সর্বশেষ শাহিন শাহ আফ্রিদিকে ফিরিয়ে দিয়েছেন রুবেল। ১২০ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৪৪১/৮।

৭৩ রানে নেই পাকিস্তানের ৪ উইকেট (১টা ১৮ মিনিট): রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের সকালটা দুর্দান্তই কাটল বাংলাদেশের। তৃতীয় দিনের প্রথম সেশনে পাকিস্তানের চার উইকেট তুলে নিয়েছেন আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, রুবেল হোসেনরা।

abu jayed sent abid ali back in the second over

৩ উইকেটে ৩৪২ রান নিয়ে কাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। সেখান থেকে স্বাগতিকদের স্কোর ৪১৫ রানে যেতে চারটি উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের তিন পেসার। লাঞ্চের আগে পাকিস্তানের স্কোর ছিল ৭ উইকেটে ৪২০। ৭৫ বলে ৫৪ রান করে অপরাজিত হারিস সোহেল। তার সঙ্গে ৩ রানে অপরাজিত আছেন শাহিন শাহ আফ্রিদি।

এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে আবু জায়েদ রাহি তিনটি ও রুবেল হোসেন দুটি উইকেট তুলে নিয়েছেন। একটি করে উইকেট গেছে তাইজুল ইসলাম ও ইবাদত হোসেনের ঝুলিতে।

দিনের শুরুতে পাকিস্তানিদের কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশ (১২টা ২৮ মিনিট): ‘গুড মর্নিং এভরিওয়ান’ রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে এভাবে ধারাভাষ্য শুরু করলেন বাংলাদেশি ধারাভাষ্যকার আহাতার আলি খান। এদিকে, মাঠের ক্রিকেটে তৃতীয় দিনের সকালটা বাংলাদেশের জন্য ‘গুড’ই হলো। দিনের শুরুতেই পাকিস্তানের তিন উইকেট তুলে নিয়েছেন আবু জায়েদ রাহি, রুবেল হোসেন ও ইবাদত হোসেন।

আগের দিন ১৪৩ রানে অপরাজিত থাকা বাবর আজমকে দিনের দ্বিতীয় ওভারের প্রথম বলে স্লিপে ক্যাচ বানান আবু জায়েদ রাহি। ১৯৩ বল খেলে ১৮ চার ১ ছয়ে ১৪৩ রানেই ফিরেছেন বাবর। এর অল্প সময় পর আসাদ শফিককে ফিরিয়েছেন ইবাদত হোসেন।

দুর্দান্ত এক ইনসুইংয়ে শফিককে উইকেটরক্ষকের ক্যাচ বানিয়েছেন ইবাদত। ১২৯ বল খেলে ৯ চারে ৬৫ রানে ফেরেন শফিক। তারপর প্রতিরোধের আভাস দিয়ে রুবেল হোসেনের বলে ফেরেন মোহাম্মদ রিজওয়ান। রুবেলকে পুল খেলতে গিয়ে ২৩ বলে ১০ রান করে ফেরেন পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটসম্যান। ১০৩ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৩৮৫/৬।

শুরুতেই বাবরকে ফেরালেন রাহি: রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন ব্যাট করছে পাকিস্তান। দিনের শুরুতেই সেঞ্চুরিয়ান বাবর আজমকে ফিরিয়ে দিলেন আবু জায়েদ চৌধুরী রাহি। সুইং করা বল ব্যাট ছুঁয়ে প্রথম স্লিপে মোহাম্মদ মিঠুনের হাতে জমা পড়ে। গতকালও দুই উইকেট নিয়েছেন তিনি।

mominul jayed rowalpindi pakistan

এর আগে আগের দিনের অসমাপ্ত ওভার শেষ করেন ইবাদত হোসেন। পরের ওভারের প্রথম বলেই আঘাত হানেন রাহি। ফিরিয়ে দেন আগের দিন সেঞ্চুরি করা বাবর আজমকে।

১৯৩ বলে ১৯ চার ও ১ ছক্কায় ১৪৩ রান করেন বাবর আজম। এর মাধ্যমে ভাঙে ১৩৭ রানের জুটি। ৮৯ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৩৪২/৪। ক্রিজে আসাদ শফিকের সঙ্গী হারিস সোহেল।

দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৩৪২ রান। বাবর ১৪৩ ও শফিক ৬০ রানে তৃতীয় দিনে ব্যাট শুরু করেন।

দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ২৩৩

পাকিস্তান ১ম ইনিংস: ৮৭.৫ ওভারে ৩৪২/৩ (মাসুদ ১০০, আবিদ ০, আজহার ৩৪, বাবর ১৪৩*, শফিক ৬০*; ইবাদত ১৪.৫-২-৭৮-০, আবু জায়েদ ২০-২-৬৬-২, রুবেল ১৭-৩-৭৭-০, তাইজুল ৩৪-৫-১১১-১, মাহমুদউল্লাহ ২-০-৬-০)

Stay on top of the latest sports news, including cricket and football, from around the world. Get comprehensive coverage of matches, tournaments, and leagues— along with expert analysis and commentary from our team of sports journalists. Whether you're a die-hard fan or a casual observer, you'll find everything you need to know about your favorite sports here.

Sports, cricket, and football are popular topics in the world of sports. Cricket is a bat-and-ball game played between two teams of eleven players and is particularly popular in South Asian countries. Football, also known as soccer, is a team sport played with a spherical ball between two teams of eleven players and is widely popular worldwide. Sports enthusiasts follow the latest news, matches, tournaments, and leagues in these sports and analyze and comment on the performances of players and teams.