আপনি পড়ছেন

ইরাকে জঙ্গি ভেবে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা ও আরো তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। তদন্তের জন্য তাদের এখনো বন্দি করে রাখা হয়েছে।

iraq army

মধ্যপ্রাচ্যভিত্তিক বাসনিউজের খবরে বলা হয়, গত মঙ্গলবার রাতে মসুল প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুর্দিস শহরে এ ঘটনা ঘটে। এই চার বাংলাদেশি মাখমুর এলাকার দিকে হেঁটে যাচ্ছিলেন। তখন তাদের জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য ভেবে গুলি ছোড়ে সেনারা।

বিষয়টি নিশ্চিত করে মাখমুরের মেয়র রিজকার মোহাম্মদ বলেন, মাখমুরে ঢোকার আগ মুহূর্তে ইরাকি সেনাবাহিনীর একটি টহল দল আইএস জঙ্গি ভেবে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন। বাকি তিনজনকে আটক করে নিয়ে যাওয়া হয়।

আটক তিন বাংলাদেশি শ্রমিককে তদন্তের জন্য এখনো বন্দি করে রাখা হয়েছে বলে জানান মেয়র।