বুদ্ধিতে আইনস্টাইন এবং হাল আমলের স্টিফেন হকিংকেও হার মানিয়েছে লন্ডনের এক কিশোর। সম্প্রতি পৃথিবীর বুদ্ধিমান ব্যক্তিদের নিয়ে একটি আইকিউ পরীক্ষা চালায় লন্ডনভিত্তিক সংস্থা মেনসা। সেই আইকিউ পরীক্ষাতেই ইতিহাসের এই বিখ্যাত জ্ঞানীকে টপকে সামনে চলে আসে এগারো বছরের অওম আমিন নামের ওই কিশোর।

aom amin

মেনসা কর্তৃক চালানো ওই বুদ্ধিমত্তার সূচক নির্ধারণকারী আইকিউ পরীক্ষায় কিংবদন্তী বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন আর স্টিফেন হকিং-এর থেকে দু পয়েন্ট বেশি নম্বর পেয়ে সবাইকে চমকে দেয় ওই অওম আমিন।

পরীক্ষার ফলাফল জানিয়ে ইতোমধ্যে অওম আমিককে চিঠি দিয়েছে মেনসা। চিঠিতে জানানো হয়েছে, অওম আমিন এখন বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান এক শতাংশ মানুষের মধ্যে একজন।

দেখা গেছে আইকিউর ওই পরীক্ষায় অওম আমিন এর স্কোর উঠেছে ১৬২, যা পদার্থবিদ আইনস্টাইন ও হকিং-এর স্কোরের চেয়ে দুই পয়েন্ট বেশি। তাই প্রতিষ্ঠানটি আর পাঁচজন সাধারণ কিশোরের থেকে অনেকটা আলাদাই ভাবছে আমিনকে।

তবে কিশোর অওম আমিক নিজেকে আইনস্টাইন ও স্টিফেন হকিং এর চেয়ে বেশি বুদ্ধিমান ভাবতে নারাজ। এ বিষয়ে বৃটিশ গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে সে বলে, 'আমি মোটেই বলব না এই দুজন বিজ্ঞানীর চেয়ে আমার বুদ্ধি বেশি - যদিও আইকিউ পরীক্ষায় আমি তাদের থেকে বেশি নম্বর পেয়েছি। তাদের প্রতিভা অসাধারণ। তারা আমার হিরো। আমি তাদের মত হতে চাই।'

অওম আমিনের বাবা মা ভারতের গুজরাট থেকে লন্ডনে বসবাস শুরু করেন। তার বাবা কার্তিক আমিন ব্রিটেনের একটি রেল সংস্থায় চাকরি করেন এবং মা সেখানে গৃহিনী হিসেবেই অবস্থান করছেন।

 

আপনি আরো পড়তে পারেন 

সবার ভরসা '১০ টাকার ডাক্তার'

কীভাবে বয়স ধরে রাখেন আমির খান?

টাঙ্গাইলে নির্মাণ হচ্ছে ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ, মিনার ৪৫১ ফুট

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.