আপনি পড়ছেন

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত ১৬ মার্চ আক্রান্ত হন এবং গতকাল শনিবার তার মৃত্যু হয়। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

bangladeshi death qatar corona

জানা যায়, সর্বোচ্চ চিকিৎসা দেওয়া সত্ত্বেও ৫৭ বছর বয়সী ওই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার অন্যান্য জটিল রোগ থাকায় মারা যান বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশি রাষ্ট্রদূত এ ঘটনাকে দুর্ভাগ্যজনক অভিহিত করে বলেন, কাতারে এই প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু হলো।

মাসুদ আহমেদ জানান, লাশের ব্যাপারে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। কারণ অন্য সময় থেকে এখনকার পরিস্থিতি ভিন্ন।

তিনি আরো জানান, গতকাল শনিবার পর্যন্ত দেশটিতে ৫৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৪৩ জন সুস্থ হয়েছেন। কাতার সরকার করোনার সংক্রমণ প্রতিরোধে যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান বাংলাদেশি রাষ্ট্রদূত।