আপনি পড়ছেন

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে প্রতিদিনই বাড়ছে এ সংখ্যা। সেইসঙ্গে মৃতের সংখ্যাও বাড়ছে। সবমিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে দেশটিতে। সেখানে অবস্থানরত বাংলাদেশিরাও খুব একটা ভালো নেই। তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

corona dead uk

গত ২৪ ঘণ্টায় শুধু নিউইয়র্কে ৮ বাংলাদেশির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এ নিয়ে সেখানে এখন পর্যন্ত ২১ জন বাংলাদেশি মৃত্যুবরণ করলেন।

যে আট বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন তাদের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কায়কোবাদ, শফিকুর রহমান মজুমদার, আজিজুর রহমান, মির্জা হুদা, বিজিত কুমার সাহা, মো. শিপন হোসাইন, জায়েদ আলম ও মুতাব্বির চৌধুরী ইসমত।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ড্রেটয়েট সিটি ও নিউজার্সির প্যাটারসনে দুই বাংলাদেশি নারী মৃত্যুবরণ করেছেন। তাদের দুজনের গ্রামের বাড়ি বৃহত্তর সিলেট অঞ্চলে।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে এখন পর্যন্ত ২ হাজার ৪৮৯ জন মৃত্যুবরণ করেছেন। সংক্রমিত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭৪৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৬২ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ লাখ ৩৫ হাজার ৬৯৫ জন।