আপনি পড়ছেন

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সৌদি আরবে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় দেশটির মদিনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

lock down in soudi arabiaলকডাউনে সৌদি আরব

মৃত্যুবরণ করা মো. জসীম উদ্দীন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা আজিমপুর এলাকার মোহাম্মদ মোজাফফরের ছেলে। তার মৃত্যুর খবর পরিবারকে জানায় সৌদি প্রবাসী এফএম আলম চৌধুরী ও খলিল চৌধুরী।

তারা বলেন, গত কয়েকদিন ধরে জ্বর ও ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছিলেন জসীম। পরে তাকে হাসাপাতালে ভর্তি করা হলে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। সংক্রামিত হয়েছেন মোট ১ হাজার ৮৮৫ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩২৮ জন।