আপনি পড়ছেন

নগর রাষ্ট্র সিঙ্গাপুরে আরো ২৬ বাংলাদেশি মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট ৭৪ জন বাংলাদেশি ভাইরাসটিতে আক্রান্ত হলেন।

singapore health minister pressসিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী গান কিম ইয়ং

আজ শনিবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় পক্ষ থেকে জানানো হয়, দেশটিতে নতুন করে আরো ৭৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তবে এর মধ্যে ২৬ জনই বাংলাদেশি।

জানা গেছে, সিঙ্গাপুরে যেসব বাংলাদেশি আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে চার জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন এবং নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত সেখানে ১ হাজার ১৮৯ জন আক্রান্ত হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ২৯৭ জন।

গত ২১ মার্চ প্রথম দেশটিতে দুই জন করোন রোগীর মৃত্যু হয়। আজ শনিবারও এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ছয় জনের মৃত্যু হলো।