আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবা করতে গিয়ে নিজেই সংক্রমণের শিকার হন বাংলাদেশি চিকিৎসক রেজা চৌধুরী। গতকাল বুধবার রাত ১১টা ৩০ মিনিটের দিকে লং আইল্যান্ডের নর্থ শোর ইউনিভার্সিটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন।

corona china prisonকরোনায় বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

জানা যায়, গত ২০ বছরের বেশি সময় ধরে তিনি নিউইয়র্কের ব্রঙ্ক শহরে নিয়মিত প্র্যাকটিস করতেন। তার চেম্বার ছিল পার্কচেস্টার সাবওয়ে সংলগ্ন ১৯৫৭ ওয়েস্টচেস্টার এভিনিউতে। সেখানেই নিয়মিত রোগীদের সেবা দিতেন।

একইদিন কৃষিবিদ শাহানা তালুকদার আখি নামে এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি নিউইয়র্কের লং আইল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তথ্যটি নিশ্চিত করেছেন কৃষিবিদ ইনস্টিটিউশনের দপ্তর সম্পাদক এম এম মিজানুর রহমান।

এদিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো চার বাংলাদেশি প্রবাসী মারা গেছেন। তারা হলেন- আমেনা বেগম, আবদুস সামাদ, হারুনুর রশিদ ও কাজী আবু রাশেদ। এ নিয়ে সেখানে এখন পর্যন্ত ৯৫ বাংলাদেশির মৃত্যু হলো।

ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্র এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সংক্রমণ ও মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। ছাড়িয়ে যাচ্ছে সব রেকর্ড। গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছেন ১৯৭৩ জন। সংখ্যাটা এখন পর্যন্ত মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বের মধ্যে সর্বোচ্চ।

এর আগের দিনও সেখানে মারা গেছেন ১ হাজার ৯৩৯ জন। সবমিলিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ হাজার ৭৯৭ জনে। সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৩৫ হাজারের অধিক।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি বিপর্যস্ত নিউইয়র্ক। সেখানে এখন পর্যন্ত ৬ হাজারের অধিক মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন দেড় লাখের বেশি।