সাফল্যের দেখা পায়নি বাংলাদেশ
- Details
- by ২৪ লাইভ নিউজপেপার ডেস্ক

কিংসটন টেস্টে বেকায়দায় বাংলাদেশ। প্রথম দিনে তিনটি উইকেট ফেলতে পারলেও। দ্বিতীয় দিনে কোনো উইকেটই নিতে পারেননি মুশফিকরা। চতুর্থ উইকেট জুটিতে ১৬৪ রান যোগ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ডাবল সেঞ্চুরি করেছেন ক্রেইগ ব্রাথওয়াইট। হাফ সেঞ্চুরি করেছেন চন্দরপল। দ্বিতীয় দিন শেষে ক্যারিবীয়দের সংগ্রহ তিন উইকেটে ৪০৭ রান। বৃষ্টির ঝামেলায় দ্বিতীয় দিন খেলা হয়েছে ৫৬ ওভার।
ম্যাচের প্রথম দিন শেষে ১২৩ রানে অপরাজিত ছিলেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেয়া ব্রাথওয়াইট। দ্বিতীয় দিন শেষেও তিনি অপরাজিত। তবে রান বেড়ে দাঁড়িয়েছে ২০৫ এ। দ্বিতীয় সেঞ্চুরিকে প্রথম ডাবল সেঞ্চুরিতে পরিণত করেছেন তরুণ এই ব্যাটসম্যান।
ব্রাথওয়াইটের সাফল্যের দিনে হতাশায় মুষড়ে পড়তে হয়েছে মুশফিকদের। একের পর এক ওভার বোলিং করে গেলেও উইকেটের দেখা পাননি কোনো বোলার। নাসির-মুমিনুলকে দিয়ে পাঁচ ওভার বোলিং করিয়ে ব্রেক থ্রো’র চেষ্টা করেছিলেন মুশফিক। কাজের কাজটা তবু হয়নি। প্রথম দিনের মতো কিংসটন টেস্টের দ্বিতীয় দিনের গল্পটাও নিজের করে নিয়েছেন তরুণ ব্রাথওয়াইট।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর