আপনি পড়ছেন

বিশ্বজুড়ে মাহামারি আকারে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯)। এখন পর্যন্ত এতে সংক্রমতি হয়েছেন ১৬ লাখ ২১ হাজারের বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন প্রায় ৯৭ হাজারের বেশি। সবচেয়ে ভয়ের বিষয় হলো- এখন পর্যন্ত ভাইরাসটি থেকে বাঁচার কোনো প্রতিষেধক আবিষ্কার করতে পারেননি বিজ্ঞানীরা। তবে ভবিষ্যতে এর থেকেও ভয়ংকর পরিস্থিতির শিকার হতে পারে পৃথিবী- এমনটাই আশঙ্কা করছেন প্রকৃতিবিদরা।

scientist in labগবেষণাগারে প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা করছেন বিজ্ঞানী

বিশেষজ্ঞদের মতে, প্রকৃতির প্রতিটি কোণায় লুকিয়ে আছে অজানা অসংখ্য ভাইরাস। যার সামান্য অংশও মানুষ এখনো জানতে পারেনি। প্রতি মুহূর্তে মানুষ যেভাবে প্রকৃতিকে ধ্বংস করছে, তাতে নিজেরাই নিজেদের জন্য ডেকে আনছে ভয়ংকর বিপদ। ধরা দিচ্ছে প্রাণঘাতি বিভিন্ন ভাইরাসের হাতে। ফলে মানুষের শরীরে বাসা বাঁধছে অজানা সব রোগ।

পরিবেশ বিশেষজ্ঞ এনরিক সালা জানান, মানুষ যদি এভাবেই প্রকৃতি ধ্বংস করে, বন্যপ্রাণীর মাংস খায় এবং তা ওষুধ তৈরিতে ব্যবহার করে, তাহলে ভবিষ্যতে এমন অনেক মরণব্যাধীর সম্মুখীন হতে হবে পৃথিবীবাসীকে, যা তাদের জানা নেই।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক স্যামুয়েল মায়ের্স বলেন, প্রতিটি প্রাণির দেহে অসংখ্য জীবাণু বসবাস করে। যার বেশিরভাগ সম্পর্কেই বিজ্ঞানীরা এখনো জানেন না। মানুষ যেভাবে প্রকৃতির সঙ্গে স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছে, তার দাম মানবজাতিকে জীবন দিয়ে দিতে হবে।

গবেষকদের এই কথার সঙ্গে একমত বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও)।

corona virus new 2করোনাভাইরাস- প্রতীকী ছবি

সম্প্রতি বিজ্ঞানভিত্তিক জার্নাল নেচারে প্রকাশিত এক গবেষণাপত্রে দেখা যায়, ১৯৫০ এর দশকে পৃথিবীতে এমন অন্তত ৩০টি নতুন সংক্রামক ব্যাধির জন্ম হয়েছিল, যেগুলো সম্পর্কে বিজ্ঞানীরা আগে থেকে কিছুই জানতেন না। ১৯৮০ দশকে এসে দ্বিগুণ সংখ্যক নতুন সংক্রামক ব্যাধির জন্ম হয়। এরপর একে একে পৃথিবীতে দেখা দেয় এইচআইভি, ইবোলা, সার্স, মার্স ও জিকা ভাইরাসের মতো মরণব্যাধি।

গত বছরের ডিসেম্বরের শেষে দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব হয়। এরপর ধীরে ধীরে বিশ্বের দুই শতাধিক দেশে মরণ থাবা বসিয়েছে ভাইরাসটি। যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন, ফ্রান্স, ইরানের মতো রাষ্ট্রগুলো পরিণত হয় মৃত্যুপুরীতে। বাংলাদেশেও এখন পর্যন্ত ২৭ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। সংক্রমিত হয়েছেন মোট ৪২৪ জন।

করোনাভাইরাসের হাত থেকে মানবজাতিকে বাঁচাতে এই মুহূর্তে সারাবিশ্বের গবেষক, চিকিৎসক, বিজ্ঞানী, সরকারি-বেসরকারি ওষুধ প্রস্তুতকারক সংস্থা প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা করছেন। গবেষণাগারগুলোতে ১৪০টির বেশি ওষুধের পরীক্ষা চলছে। এর মধ্যে ক্লিনিক্যালি ট্রায়াল শুরু হয়েছে ১১টি। তবে সবকিছুই এখনো মাঝপথে। মানুষের দেহে এসব ওষুধ ঠিকমতো কাজ করবে কিনা, তাও নিশ্চিত করে বলতে পারেননি কোনো গবেষক।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.