আপনি পড়ছেন

সিঙ্গাপুরে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা বেড়েই চলেছে। বরাবরের মতো নতুন করে শনাক্তের তালিকার অর্ধেকটাই দখল করে রাখছে প্রবাসী বাংলাদেশিরা। গতকাল নতুন করে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে ৩৩৪ জনের দেহে। এর মধ্যে বাংলাদেশি আছেন ১৭১ জন। সবমিলিয়ে সিঙ্গাপুরে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা পৌঁছল ১০৪৯-এ।

s11 dormatoryসিঙ্গাপুরের পংগলে অবস্থিত এস১১ ডরমেটরির ভেতরের দৃশ্য

দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ২৫২ জন। মোট মৃত্যু ১০ জনের। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬১১ জন। বর্তমানে আক্রান্ত আছেন ২ হাজার ৬৩১ জন। হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৩১৫ জন। সংকটাপন্ন আছেন ২৯ জন।

দেশটির পংগলে অবস্থিত একটি ডরমেটরির নাম এস১১, বিদেশি শ্রমিক বিশেষত অধিকাংশ বাংলাদেশিরা এখানে বসবাস করেন। সিঙ্গাপুর এটিকে সবচেয়ে বড় ক্লাস্টার হিসেবে চিহ্নিত করেছে। এই ডরমেটরি থেকে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৭১৮ জন। গতকালও এই ডরমেটরিতে শনাক্ত হয়েছেন ১৩২ জন। পুরো সিঙ্গাপুরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্যও পংগলের এই ডরমেটরিতে দায়ী করা হয়।