আপনি পড়ছেন

বিশ্ব মুসলিমকে পবিত্র রমজান মাসের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরবের শীর্ষ আলেমদের পরিষদ দ্য কাউন্সিল অব সিনিয়র স্কলারস অব দ্য কিংডম অব সৌদি আরাবিয়া। সেইসঙ্গে সকল ইবাদত-বন্দেগি পালনকালে স্বাস্থ্য সুরক্ষার যাবতীয় পূর্ব প্রস্তুতি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

general secretariat council senior scholars saudiসৌদি আরবের শীর্ষ আলেমদের পরিষদ, ছবি- আরব নিউজ

এ লক্ষ্যে দ্য জেনারেল সেক্রেটারিয়েট অব দ্য কাউন্সিল অব সিনিয়র স্কলারস অব দ্য কিংডম অব সৌদি আরাবিয়া মুসলিম উম্মাহর উদ্দেশে তিনটি পরামর্শ দিয়েছে। সেগুলো হলো-

এক. মুসলিম দেশ বা মসুলিমরা যেসব দেশে বাস করেন সেসব দেশের দায়িত্বশীল কর্তৃকক্ষ জনস্বাস্থ্য সুরক্ষায় এবং নভেল করোনাভাইরাসের মহামারি রোধে যে সিদ্ধান্ত জানাবে, তা মেনে চলবেন।

দুই. সংশ্লিষ্ট দেশ বা কর্তৃপক্ষ পরামর্শ দিলে সে অনুযায়ী মুসলিমরা ফরজ ও তারাবির নামাজ ঘরে আদায় করবেন।

তিন. যেহেতু করোনাভাইরাস সংক্রমণের অন্যতম প্রধান কারণ হলো গণজমায়েত সেহেতু মুসলমানদের সে ধরনের জমায়েত পরিহার করা উচিত। বিশেষ সামাজিকভাবে ইফতার ও সেহরি থেকে বিরত থাকা উচিত।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর