আপনি পড়ছেন

মরণঘাতী করোনাভাইরাসে প্রাণ হারালেন নিউ ইয়র্ক পুলিশের ট্রাফিক বিভাগের সেকশন কমান্ডার মোহাম্মদ চৌধুরী। গতকাল স্থানীয় সময় রোববার বিকেলে কুইন্স হাসপাতাল সেন্টারে মারা যান এই আমেরিকান-বাংলাদেশি। যুক্তরাষ্ট্রে পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত বাংলাদেশি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ny traffic section cammandar mohammad choudhuriমোহাম্মদ চৌধুরী

জানা যায়, মোহাম্মদ চৌধুরীর আগে কোনো আমেরিকান বাংলাদেশিই আইনশৃঙ্খলা বাহিনীর এত উচ্চপদে যেতে পারেনি।

শহিদুল ইসলাম বলেন, মোহাম্মদ চৌধুরী প্রথম দিককার ব্যক্তি, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত হয়ে নিউইয়র্কের পুলিশ বিভাগ যোগ দিয়েছেন। গত ৩০ বছর তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন।

মোহাম্মদ চৌধুরী ১৯৯০ সালে ট্রাফিক বিভাগে যোগদান করেন। এরপর ১৯৯৬ সালে তিনি পদোন্নতি পেয়ে সুপারভাইজার হিসেবে নিযুক্ত হন। ২০০৯ সালে আরো একদফা পদোন্নতি পেয়ে হয়ে যান নিউ ইয়র্কের ট্রাফিক ম্যানেজার। ২০১৮ সালে ট্রাফিক বিভাগের সেকশন কমান্ডার হিসেবে নিযুক্ত হন।

সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার জন্য ২০১৬ সালে পুরস্কৃতও হন তিনি।