আপনি পড়ছেন

বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ১৪৫ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন মোট ৫ হাজার ৪১৬ জন। তবে শুধু দেশেই নয়, দেশের বাইরেও প্রাণ হারিয়েছেন বহু বাংলাদেশি নাগরিক। রোববার প্রবাসী বাংলাদেশি ও কূটনৈতিক সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের ১৪টি দেশে এখন পর্যন্ত ৩৩০ জন বাংলাদেশি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

corona virus newকরোনাভাইরাস- প্রতীকী ছবি

শুধু গত ২৪ ঘণ্টায় তিন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন প্রবাসী বাংলাদেশি। এদের মধ্যে যুক্তরাষ্ট্রে মারা গেছেন চার জন, কুয়েতে দুই জন এবং কানাডায় এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জানা যায়, করোনায় সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিক মারা গেছেন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত মোট ১৯৮ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তবে সেখানে ঠিক কতজন বাংলাদেশি নাগরিক সংক্রমিত হয়েছেন তা জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের পরেই সবচেয়ে বেশি বাংলাদেশি মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। সেখানে এখন পর্যন্ত ৭৯ জন প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ ছাড়া সৌদি আরবে ১৫ জন, সংযুক্ত আরব আমিরাতে ৬ জন, কানাডায় ৭ জন, ইতালিতে ৮ জন, স্পেনে ৫ জন, কুয়েতে ৩ জন, কাতারে ৪ জন, সুইডেনে ১ জন, লিবিয়ায় ১ জন, কেনিয়ায় ১ জন, গাম্বিয়ায় ১ জন ও দক্ষিণ আফ্রিকায় ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বাংলাদেশি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন সিঙ্গাপুরে। দেশটিতে করোনা আক্রান্ত বাংলাদেশির সংখ্যা প্রায় ৫ হাজার। তবে দেশটিতে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ ছাড়া কাতারে প্রায় ১ হাজার জন, সৌদি আরবে ১০০ জন, কুয়েতে ১৬০ জন ও সংযুক্ত আরব আমিরাতে ৬০ জন বাংলাদেশি প্রবাসী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।