অস্ট্রেলিয়ার অন্তত ১০ লাখ লোক করোনাভাইরাস ঠেকাতে সরকারের একটি অ্যাপ ডাউনলোড করেছে। অ্যাপটি মূলত কন্টাক্ট ট্রেসিংয়ের কাজ করবে। দেশের জনসংখ্যার অন্তত ৪০ শতাংশ মানুষ অ্যাপটি ডাউনলোড করলে এর ভালো ফল পাওয়া যাবে বলে মনে করছে দেশটি।

australia started using app to contain covid 19

COVIDSafe নামের স্মার্টফোন অ্যাপটি মূলত ব্লুটুথ সিগন্যালের মাধ্যমে কাজ করবে। দুজন ব্যবহারকারি অন্তত ১.৪ মিটারের বেশি দূরত্ব পেরিয়ে কাছাকাছি এলে দুজনের ফোন ব্লুটুথ সিগন্যালের মাধ্যমে নিজেদের মধ্যে একটি গোপন কোড শেয়ার করবে।

এরপর অ্যাপ এই কোডগুলো কেন্দ্রীয় ডাটাবেজের সাথে যুক্ত করে দিবে। এরপর ওই দুজন ব্যক্তির যে কেউ করোনাভাইরাসে পজিটিভ পরীক্ষিত হলে অপরজনকে নোটিফাই করা হবে। তবে পুরো প্রক্রিয়াটি তখনই সম্পন্ন হবে যখন দেখা হওয়া ব্যক্তিদ্বয় অন্তত ১৫ মিনিট নিজেদের সংস্পর্শে থাকবেন।

জন হপকিনস ইউনিভার্সিটির দেওয়া তথ্য মতে, অস্ট্রেলিয়াতে এখন পর্যন্ত ৬৬৯৪জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে ৮০ জনের মৃত্যু হয়েছে।

এই অ্যাপটি তৈরি করা হয়েছে সিঙ্গাপুরে। তবে এর তথ্যের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিভাগের কাছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, আদালতের নির্দেশনা দিলেও এই তথ্যের একমাত্র অধিকারী হবে স্বাস্থ্য বিভাগ। অন্য কেউ এখানে হস্তক্ষেপ করত পারবে না। প্রতি ২১ দিন পরপর তথ্যগুলো মুছে ফেলা হবে।

অ্যাপটি ডাউনলোড করলে প্রতিটি ব্যবহারকারিকে তাদের বয়সের সীমা, মোবাইল নম্বর, পোস্ট কোড ও একটি নাম এন্টার করতে হবে। নামের ক্ষেত্রে ছদ্ম নাম ব্যবহার করলেও সমস্যা নেই বলে জানানো হয়েছে।

দেশটির প্রাদেশিক অঞ্চল কুইন্সল্যান্ড ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া চলতি সপ্তাহে লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছে। তবে ভিক্টোরিয়া অঞ্চল থেকে বলা হয়েছে তারা লকডাউন এখনই শিথিল করবে না।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.