আপনি পড়ছেন

আজ চতুর্থ রোজা পালন করছি আমরা। আশা করি এ চার দিনের সিয়াম সাধনা আমাদের ভেতরজগত কিছুটা হলেও আলোকিত করেছে। যে যতটুকু আন্তরিকতার সঙ্গে প্রভুকে পাওয়ার সাধনা করবে, প্রভুও তারপ্রতি ততটুকু এগিয়ে আসবেন। পৃথিবী এমন ভয়াবহ অবস্থায় এসেছে যে, আমরা জানি না আরো একটি রোজা আমরা পাবো কি না। জানি না আজকের ইফতার কিংবা কালকের সাহরি আমাদের সৌভাগ্যে হবে কি না।

prayer

এমন পরিস্থিতিতে আমরা যে সময়টুকু পাচ্ছি আল্লাহকে রাজি করানোর জন্য নিজের পুরো জীবনের গুনাহ মাফ করিয়ে নেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

বুখারি শরিফের বর্ণানয় এসেছে, একদিন নবীজি (সা.) মিম্বরের সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে বলে ওঠলেন আমিন। পরের সিঁড়িতেও পা রেখে বললেন, আমিন। আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা রেখেও। বলা নেই কওয়া নেই হঠাৎ এমন করুণ সুরে ব্যথা ভরা মনে আমিন আমিন বলার রহস্য কী- সাহাবিরা জানতে চাইলেন।

মলিন মুখে নবীজি বললেন, আমার প্রিয় সাহাবিরা! একটু আগেই জিবরাইল এসেছে আমার কাছে। বড় বেদনার কথা বলে গেলো সে। বলল, হে আল্লাহর নবী! তিন পোড়া কপালের জন্য এখন আমি বদদোয়া করব, প্রতিটি দোয়া শেষে আপনি আমিন বলবেন।

তারপর নবীজি বলেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি, জিবরাইল বলল, বৃদ্ধ বাবামাকে পেয়েও যে জান্নাত অর্জন করতে পারল না তার জন্য ধ্বংস। আমি বললাম, আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখি, জিবরাইল বলল, যে আপনার নাম শুনবে কিন্তু দরুদ শরিফ পড়বে না, তার জন্য ধ্বংস। আমি বললাম, আমিন। আর যে রমজান মাস পাবে কিন্তু নিজের গোনাহ মাফ করিয়ে নিজেকে জান্নাত উপযোগী মানুষ বানাতে পারবে না, তার জন্যও ধ্বংস। তৃতীয় সিঁড়িতে পা রাখার সময় এ দোয়া করল জিবরাইল। আমি বললাম, আমিন।

অনেকেই ভাবছেন, মাত্র তো সিয়াম শুরু হলো। আর কয়েকদিন পর থেকে কোমর বেঁধে ইবাদতে লেগে যাবো। কেঁদেকেটে সব গোনাহ মাফ করিয়ে নেবো। এটি শয়তানের ধোঁকা ছাড়া কিছুই নয়। শয়তান এভাবে আমাদের মূল্যবান সময়টুকুতে অলসতা ঢেলে দেয়। আমরা আজ করছি কাল করছি করে একদিন দেখি রমজান শেষ হয়ে গেছে।

বিগত জীবনের দিকে তাকালে দেখা যাবে, প্রতি রমজানের আগেই আমাদের পরিকল্পনা থাকে এবারের রমজান থেকে পাক্কা মুসল্লি, ভালোমানুষ হয়ে যাবো। কিন্তু দেখা যায় রোজা এলেই এক ধরনের অলসতা আমাদের ঝেঁকে ধরে। কীভাবে যেন রমজান শেষ হয়ে যায়। কীভাবে যেন আরেক রমজান চলে আসে। আর আমরা সেই কাতারে পরে যাই, যার উদ্দেশ্যে নবীজি (সা.) বলেছেন, রমজান পেয়েও যে গোনাহ মাফ করাতে পারল না তার জন্য ধ্বংস।

শয়তানের সব মনভোলানো রঙিন আশাকে উড়িয়ে গা ঝেড়ে দাঁড়ান। সামনের প্রতিটি মুহূর্ত আল্লাহকে রাজি খুশি করানোর সাধনায় কাটিয়ে দিই।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর