আপনি পড়ছেন

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে কোভিড-১৯। ইতোমধ্যে বিশ্বে ৩৪ লাখ ২৪ হাজারের বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছে ২ লাখ ৪০ হাজারের বেশি লোক। পাশাপাশি সুস্থ হয়েছেন প্রায় ১১ লাখ মানুষ।

newyork city emptyকরোনায় ফাঁকা নিউইয়র্ক সিটি

এদিকে, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করা বাংলাদেশিদের মধ্যেও আক্রান্ত ও মৃত্যুর ঘটনা বেড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রবাসে করোনা আক্রান্ত হয়ে প্রায় ৪৫০ বাংলাদেশি মারা গেছেন। এ ছাড়া আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার।

সবচেয়ে বেশি প্রবাসীর মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট ২২৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর পরই রয়েছে ব্রিটেন। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিছেন ১৩০ জন বাংলাদেশি। যদিও ওল্ড হোম বা কেয়ার হাউজের হিসাব এর অন্তর্ভুক্ত নয়।

অন্যদিকে, সৌদি আরবে কোভিড-১৯ আক্রান্ত হয়ে এক চিকিৎসকসহ ৫৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ছাড়া ইতালিতে ৯, কানাডায় ৭, সংযুক্ত আরব আমিরাতে ৬, স্পেনে ৫, কাতারে ৪, কুয়েতে ৩, সুইডেনে ২ এবং দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় এক জন করে বাংলাদেশির মৃত্যু হয়েছে।

তবে ব্যতিক্রম সিঙ্গাপুর। দেশটিতে এ পর্যন্ত সাড়ে ৬ হাজার বাংলাদেশি কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তবে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।

এ ছাড়া আক্রান্তদের মধ্যে কাতারে এক হাজারের বেশি এবং স্পেনে কয়েক শ বাংলাদেশি আক্রান্ত হয়েছেন।