আপনি পড়ছেন

মালদ্বীপে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এক বাংলাদেশি প্রবাসী মারা গেছেন। তিনি দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দ্বিতীয় ব্যক্তি এবং প্রথম বাংলাদেশি নাগরিক। এর আগে গত বুধবার প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

indira gandhi memorial hospitalমালদ্বীপের রাজধানী মালেতে অবস্থিত গান্ধী মেমোরিয়াল হাসপাতাল। ছবি- সংগৃহীত

মালদ্বীপের বিভিন্ন গণমাধ্যম জানায়, আজ মঙ্গলবার সকালে রাজধানী মালেতে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশি প্রবাসী। গত বৃহস্পতিবার তাকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে ওই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এক বিবৃতিতে মালদ্বীপের স্বাস্থ্য বিভাগ জানায়, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া প্রবাসীর অবস্থা আশঙ্কাজনক।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মালদ্বীপে এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন মোট ৫৫৭ জন। আক্রান্তদের বেশিরভাগই প্রবাসী নাগরিক।  চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ১৭ জন।