আপনি পড়ছেন

সৌদি আরবে মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমিতদের মধ্যে বাংলাদেশি আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সেইসঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃতের সংখ্যাও। বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, দেশটিতে এখন পর্যন্ত তিন হাজার ৭১৭ জন বাংলাদেশি প্রবাসী আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৫ জন।

makka haram

সৌদি আরবে প্রথম করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সন্ধান মেলে ২ মার্চ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, এখন পর্যন্ত সরকার তিন লাখ ৬৫ হাজার ৯৩ জন বিদেশী ও সৌদি নাগরিকের শনাক্তকরণ টেস্ট করেছে। এর মধ্যে ৩০ হাজার ২৫১ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ২০০ জন।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আক্রান্তদের মধ্যে ৮৫ শতাংশ বিদেশি এবং ১৫ শতাংশ দেশটির নাগরিক।

ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ঘোষিত কারফিউ আগামী ১৩ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিথিল করেছে সৌদি সরকার। গত মার্চ থেকে দেশটি কারফিউয়ের মধ্যে থাকলেও প্রতিদিনই এক দেড় শ মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছেন। তবে সুস্থ হওয়ার সংখ্যাও অনেক বেশি।

makkah city

আক্রান্তের দিক দিয়ে শীর্ষে আছে পবিত্র নগরী মক্কা। এই শহরে এখন পর্যন্ত ছয় হাজার ৫১১ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এরপরই আছে রাজধানী রিয়াদ। সেখানে চার হাজার ৯২২ জন মানুষ আক্রান্ত।

এরপর যথাক্রমে জেদ্দায় চার হাজার ৬৬৮ জন, মদিনায় চার হাজার ৬৪৩ জন, দাম্মামে এক হাজার ৯০৪ জন, হুফুফে এক হাজার ৩১৯ জন, জুবাইলে এক হাজার ৭৭ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া দেশটির অন্যান্য শহরেও আক্রান্তের সন্ধান পাওয়া গেছে।