আপনি পড়ছেন

দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে মরণঘাতী করোনাভাইরাসে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা বাড়ছে। একদিনের ব্যবধানে দেশের তুলনায় সৌদি আরবে প্রায় দ্বিগুণ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

saudi arabia bangladeshiসৌদি আরবে বাংলাদেশির মৃত্যুর সংখ্যা বাড়ছেই

দেশটির রাজধানী রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে আরো ৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। অথচ বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২ মার্চ সৌদি আরবে করোনার সংক্রমণ শুরু হয় হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৬৪ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।

বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মো. ফখরুল ইসলাম নতুন করে ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সৌদি আরবে যারা মারা গেছেন তাদের মধ্যে রিয়াদে ৯ জন এবং জেদ্দায় ৫৫ জন। সৌদি আরবে এ পর্যন্ত ৩ হাজার ৭১৭ জন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩ হাজার ৫৯১ জন পুরুষ এবং ১২৬ জন নারী।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণায় জানিয়েছে, দেশটিতে ৩০ হাজার ২৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২০০ জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৪৩১ জন।