আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ডা. কাজী জিয়াউদ্দিন আহমেদ নামের এক বাংলদেশি চিকিৎসক মারা গেছেন। স্থানীয় সময় শনিবার নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ড ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

coronaকরোনাভাইরাস- প্রতীকী ছবি

এ নিয়ে দেশটিতে ৮ জন বাংলাদেশি চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন।

মৃত্যুকালে ডা. কাজী জিয়াউদ্দিন আহমেদের বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দুই মাস আগে করোনা আক্রান্ত হয়ে স্ট্যাটেন আইল্যান্ড ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন। এরপর দীর্ঘ দুই মাস প্রাণঘাতী এ ভাইরাসের সঙ্গে লড়াই করে শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২৬৬ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। শুধু নিউইয়র্কেই মারা গেছেন ২৪৪ জন। তবে আক্রান্তের সঠিক হিসেব জানা যায়নি।