আট ব্যাটসম্যানের রান ১৮২!
- Details
- by ২৪ লাইভ নিউজপেপার ডেস্ক

ক্যারিবীয়দের দেয়া ৪৮৪ রানের রানের পাহাড় সামনে রেখে বাংলাদেশ করেছে ১৮২ রান। দলে আটজন স্পেশালিস্ট ব্যাটসম্যান নিয়ে খেলছে বাংলাদেশ। তাদের সবার মিলিত সংগ্রহ এই রান!
সর্বোচ্চ ৫১ রান করেছেন বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক। এ ছাড়া ৪৮ রান করে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। দলের আর মাত্র দুজন ব্যাটসম্যান দুই অংকের রান করতে পেরেছেন। ওপেনার সামসুর রহমান করছেন ৩৫ রান। ১৬ রান করেছেন অভিষিক্ত ব্যাটসম্যান শুভাগত হোম। বাকিদের মধ্যে সর্বোচ্চ ৭ রান করেছেন মাহমুদুল্লা রিয়াদ।
ক্যারিবীয়দের হয়ে পাঁচ উইকেট নিয়েছেন সোলেমান বেন। ৩৯ রান খরচায় পাঁচটি উইকেট শিকার করেছে এই স্পিনার।
১৮২ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়েছে বাংলাদেশ। ক্যারিবীয় অধিনায়ক যদি ফলোঅন করান, তবে চতুর্থ দিন আবার ব্যাটিংয়ে নামতে হবে বাংলাদেশকে। ক্যারিবীয়দের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৩০২ রান পিছনে পড়ে আছেন মুশফিকরা।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর