টাইটানিকের সম্পর্কে প্রায় সবাই কম বেশি জানেন। বিশ্বের সবচেয়ে বড় জলজাহাজ ছিলো এটি। যা এখন কেবলই স্মৃতি। কিন্তু জানেন কী পৃথিবীর সবচেয়ে বৃহৎ কার্গো বিমানের খবর! যার ভিতর পুরো আস্ত একটি বিমান অনায়াসেই ভরে রাখা যাবে। শুনে হয়তো অনেকেই অবাক হচ্ছেন।

largest cargo aircraft

বিমানটির আসল নাম 'অ্যান্টোনভ এএন-২২৫ ম্রিয়া' হলেও এটিকে 'দ্য ড্রিম' নামেই ডাকা হয়। কারণ ইউক্রেইনিয়ান শব্দ ম্রিয়া'র ইংরেজী অর্থই হচ্ছে ড্রিম।

তৎকালীন সোভিয়েট রাশিয়ার তৈরি এই বিমানটি শুধু নামে যে ড্রিম তা কিন্তু নয়, এটি দেখতেও অনেকটা স্বপ্নের মতো লাগবে। চোখ জুড়িয়ে যাবে দর্শনার্থীদের। সম্প্রতি বিশ্বের এই বড় কার্গো বিমানটি উড়ে এসেছিল ভারতে। রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমানবন্দর কর্তৃপক্ষও যেন এর আয়তন দেখে হা হয়ে গিয়েছিলো।

দৈত্যাকার এই বিমানটি ১৯৮০-র দশকে তৈরি হলেও এটি আকাশে প্রথমবারে মতো উড়েছিলো ১৯৯৯ সালে। জানা গেছে, যে সময়ে এই বিমানটি তৈরি হয়েছিল ওই সময়ে তৈরি যে কোনো বিমান থেকে আকারে এটি ৫০ ভাগ বড় ছিলো।

cargo aircraft1

এটি সর্বোচ্চ ৬৪০টন ওজন নিয়ে উড়তে পারে এবং এর পেটে একটি বোয়িং ৭৩৭ আয়তনের যেকোন বিমান অনায়াসেই ভরে রাখা যাবে। এছাড়াও ১০টি ব্রিটিশ যুদ্ধ ট্যাংককে নিয়েও এই বিমানটি অনায়াসে আকাশে উড়ে বেড়াতে পারবে।

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.