আপনি পড়ছেন

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠলেও নিউমোনিয়ায় মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক শিরীণ আখতারের স্বামী অবসরপ্রাপ্ত মেজর লতিফুল আলম চৌধুরী। চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

lotiful alam husband cu vcলতিফুল আলম

চবি প্রক্টর রবিউল হাসান ভূইয়া জানান, সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে লতিফুল আলমের মৃত্যু হয়।

তিনি বলেন, লতিফুল আলম চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। এ ছাড়া তার ডায়াবেটিসও ছিল। ৭১ বছর বয়সী লতিফুল আলমের কোভিড-১৯ ধরা পড়ে গত ১৩ জুলাই।

cu vc with husbandস্বামীর সঙ্গে চবি ভিসি

রবিউল হাসান জানান, এর পর তাকে চট্টগ্রাম সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর তার করোনাভাইরাসের রেজাল্ট নেগেটিভ আসে। তবে তার নিউমোনিয়া থাকায় আইসিইউতে ভর্তি করতে হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তিনি মারা যান।

মৃত্যুকালে লতিফুল আলম এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।