ফের বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি
- Details
- by শিক্ষা
দেশে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে সৃষ্ট পরিস্থিতির উন্নতি না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটির মেয়াদ আরো একবার বাড়ানো হলো। নতুন ঘোষণা অনুযায়ী আগামী ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে সকল শিক্ষাপ্রতিষ্ঠান।
ফের বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি- ফাইল ছবি
আজ বুধবার পারস্পরিক আলোচনার মাধ্যমে ছুটির মেয়াদ বাড়িয়ে নতুন এ তারিখ নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয় ও গণশিক্ষা মন্ত্রণালয়। অনলাইনে আয়োজিত এক বৈঠকে ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে করোনাভাইরাস পরিস্থিতির কারণে আগামী ৬ আগস্ট পর্যন্ত দেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। দেশে কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবং আগামী ৩১ জুলাই থেকে কোরবানির ঈদের ছুটি শুরু হওয়ায় আজই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হলো।
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়ে এর বিস্তার মোকাবেলায় সরকার ১৬ মার্চ প্রথম সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পরে বেশ কয়েক ধাপে ছুটির মেয়াদ বাড়ানো হয়।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর