এবার রেডিওতে প্রাথমিকের ক্লাস
- Details
- by নিজস্ব প্রতিবেদক
মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কবে নাগাদ খুলবে সেটারও কোনো নিশ্চয়তা নেই। এমতাবস্থায় শিক্ষার্থীরা যেন পড়াশোনায় পিছিয়ে না যায়, সে জন্য সংসদ টিভির মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস প্রচার করা শুরু করে সরকার।
এবার টেলিভিশনের পাশাপাশি রেডিওর মাধ্যমে ক্লাস প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ বেতারের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস প্রচার করা হবে। রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।
সেখানে বলা হয়, আগামী ১২ আগস্ট থেকে বাংলাদেশ বেতারের এএম-৬৯৩ মেগাহার্জ এবং এফএম ব্র্যান্ড ও কমিউনিটি রেডিওতে প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাসের সম্প্রচার শুরু হবে। প্রতি সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার বিকেল ৪টা ৫মিনিট-বিকেল ৪টা ৫৫মিনিট পর্যন্ত ক্লাস সম্প্রচার হবে।
এ ছাড়া বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd অথবা গুগল প্লে স্টোর থেকে Bangladeshbetar অ্যাপস ডাউনলোড করার মাধ্যমে নির্ধারিত এলাকার এফএমে ক্লাস সম্প্রচার শোনা যাবে।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর