আপনি পড়ছেন

আগামী ২৫ আগস্টের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

education ministry logo

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বলেন, উচ্চ মাধ্যমিক (এইচএসসি) এবং জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়েও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তাছাড়া এটা গোপন কোনো সিদ্ধান্ত নয়। এ ব্যাপারে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির অ্যাপ্রোভাল এবং তাদের দ্বারাই প্রকাশ্যে ঘোষণা করা হবে।

তিনি বলেন, যখনই পরীক্ষা নেয়া হবে, তার আগে দুই সপ্তাহের নোটিশ দিয়ে সবাইকে জানিয়ে দেয়া হবে। আর এ কথা শিক্ষামন্ত্রী সুস্পষ্টভাবে বলেছেন।

education secretary mahbub hossenমাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন

সে জন্য সরকার কিংবা সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের তরফ থেকে কোনো সিদ্ধান্ত বা ঘোষণা না আসা পর্যন্ত এ ধরনের কোনো গুজব বা কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানান মো. মাহবুব হোসেন।

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই ছুটি বহাল থাকবে।