আপনি পড়ছেন

অগণিত মাখলুকাতের মধ্যে মানুষ হলো সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক- আশরাফুল মাখলুকাত। মানুষের হেদায়াতের জন্য আল্লাহ তায়ালা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। এ কোরআন মেনে চলা নারী-পুরুষ সবার জন্য আবশ্যক। আমাদের দেশে যারা হিজড়া বলে পরিচিত আশরাফুল মাখলুকাত তথা শ্রেষ্ঠ সৃষ্টির মর্যাদার মুকুট তাদের জন্যও নির্ধারিত। কিন্তু সমাজ এদের বাঁকা চোখে দেখে থাকে। তাই চলুন এদের বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি সংক্ষেপে জেনে নিই। 

hijra

১. আল্লাহ যাকে যেভাবে খুশি সৃষ্টি করেন। এতে মানুষের নিজের কোনো হাত নেই।

২. আল্লাহ মানুষের বাইরের অবয়ব দেখে নয় বরং অন্তরের একনিষ্ঠতা দেখে বিচার করেন।

৩. হিজড়ারা মূলত শারিরীক প্রতিবন্ধী শ্রেণির অন্তর্ভূক্ত।

৪. ইসলাম তৃতীয় লিঙ্গ বা উভয় লিঙ্গের ধারণায় বিশ্বাস করে না।

৫. একজন হিজড়ার শারীরিক গঠন এবং মানসিক বিকাশ বিশ্লেষণ করে তাকে নারী অথবা পুরুষের কাতারে ফেলতে হবে।

al quran

৬. নারীর সঙ্গে অধিক সামঞ্জস্য রাখে এমন হিজড়াকে নারী ধরতে হবে এবং পুরুষের সঙ্গে অধিক সামঞ্জস্য রাখে এমন হিজড়াকে পুরুষ ধরতে হবে।

৭. হিজড়াদের বাঁকা চোখে দেখা, হেয় করা, মন্দ বলা কবিরা গোনাহ। সূরা হুজরাতে এ সম্পর্কে বলা হয়েছে।

৮. হিজড়াদের কর্তব্য হলো- আল্লাহর সিদ্ধান্তের ওপর ধৈর্য ধরে খুশি মনে ইবাদত করে যাওয়া। তাহলে পরকালে তারা অশেষ পুরস্কার পাবেন। আর অবাধ্য হলে জাহান্নামের শাস্তি তাদের জন্যও নির্ধারিত।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর