আপনি পড়ছেন

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাতিল করে দেয়া হয়েছে এ বছরের অষ্টম শ্রেণির জেএসসি ও জেডিসি পরীক্ষা। বিকল্প ব্যবস্থা হিসেবে এবার শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে নবম শ্রেণিতে উত্তীর্ণ করতে আদেশ জারি করা হয়েছে।

jsc exam

আজ বুধবার এ আদেশ জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। পরে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত আদেশটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

সেখানে বলা হয়েছে, করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০২০ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা গ্রহণ না করে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নীত করা হবে। এ বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে বিদ্যালয় প্রধানদের শিগগিরই নির্দেশনা দেয়া হবে।

dhaka education board

এর আগে গতকাল মঙ্গলবার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে চিঠি পাঠায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

সেই চিঠির পরিপ্রেক্ষিতে ঢাকা বোর্ড আজ আদেশ জারি করেছে।