বৃহৎ আকারের একটি গ্রহাণু আবারো পৃথিবীর দিকে ধেয়ে আসছে। যা মিশরের গিজার গ্রেট পিরামিডের আকারের চেয়ে দ্বিগুণ বড়। আগামী রোববার পৃথিবীর ঘা ঘেঁষে সেটি চলে যাবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এমনই তথ্য জানিয়েছে।

asteriod bigger than pyramid to hitপৃথিবী ঘেঁষে ধেয়ে আসছে বৃহৎ গ্রহাণু

নাসার ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহদাকারের এই গ্রহাণুটির উচ্চতা প্রায় ৮৮৬ ফুট। যার নাম ৪৬৫৮২১ (২০১০এফআর)। সর্বশেষ আজ থেকে ১০ বছর আগে এটি প্রথম নজরে এসেছিল নাসার।

সাধারণত যেসব গ্রহাণু ও ধুমকেতু পৃথিবীর খুব কাছে চলে আসে, সেগুলোকে ‘নিয়ার-আর্থ অবজেক্ট’ বা এনইও হিসেবে চিহ্নিত করে মার্কিন গবেষণা সংস্থাটি। এই গ্রহাণুটিও সেই গোত্রের বলে জানিয়েছে নাসা। এটি সূর্য থেকে ১৯.৪৫ কোটি কিলোমিটার দূরে রয়েছে।

asteriod bigger than pyramid to hit innerপৃথিবী ঘেঁষে ধেয়ে আসছে বৃহৎ গ্রহাণু

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, তবে খুব কাছ দিয়ে গেলেও এই গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষের কোনো সম্ভাবনা নেই বলে আশ্বস্ত করেছেন সেন্টার ফর নিয়ার-আর্থ অবজেক্ট স্টাডিজের গবেষকরা। তারা জানিয়েছেন, ভয়ের কোনো কারণ নেই। পৃথিবীর সীমানা ঘেঁষে এই গ্রহাণুটি চলে যাবে। তবে এর সঙ্গে পৃথিবীর সংঘর্ষের কোনো রকম সম্ভাবনা নেই।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষের সম্ভাবনা সাধারণত কমই থাকে। অবশ্য অন্য গ্রহের সঙ্গে মহাকর্ষীয় টানের কারণে কখনো কখনো সেগুলো আকস্মিকভাবে অনেকটা কাছে চলে আসে। আবার অনেক ক্ষেত্রে সূর্যের আলো শুষে উত্তপ্ত হয়ে গ্রহাণুর মতো ছোট মহাজাগতিক বস্তু তাপ নির্গত করে। এর ফলেও তাদের গতিবিধিতে পরিবর্তন ঘটতে পারে। আর এ ঘটনাকে বলা হয় ‘ইয়ার্কোভস্কি এফেক্ট’।

nasa logoনাসার লোগো

যুক্তরাষ্ট্রে মহাকাশ গবেষণা সংস্থাটি আরো জানিয়েছে, অতীতে বহুবার পৃথিবীতে এ ধরনের আগন্তুক গ্রহাণু আছড়‌ে পড়েছে। যা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পৃথিবীর বিবর্তনে।

বিজ্ঞানীরা দাবি করে থাকেন, প্রাগৈতিহাসিককালে পৃথিবীর বুকে রাজত্ব করতো ডাইনোসর। আর হিংস্র সেসব প্রাণীর বিলুপ্তির পেছনেও এই ধরনের মহাজাগতিক বস্তুর আছড়ে পড়াই দায়ী। সাম্প্রতিক অতীতেও এ রকম গুজব অনেকবারই শোনা গেছে যে, এ ধরনের গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষে মানবসভ্যতা ধ্বংস হতে পারে। তবে আজ পর্যন্ত সেগুলো গুজবই থেকে গেছে।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.