আপনি পড়ছেন

আসন্ন অক্টোবর মাসের শুরু থেকেই অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। আজ রোববার গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।

ssc result review 2020অক্টোবর থেকেই একাদশের ক্লাস শুরু

তিনি জানান, বর্তমানে দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে। এই প্রক্রিয়া শেষে আসন্ন অক্টোবর মাসের শুরু থেকেই অনলাইনের মাধ্যমে তাদের ক্লাস শুরু করা হবে। আর পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।

এদিকে রোববার থেকে কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তি হচ্ছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত কলেজে ভর্তি হওয়া যাবে।

dhaka education board

শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, মহামারি করোনাভাইরাসের পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে কলেজগুলো যেন শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্রসহ কোনো সনদপত্র জমা না নিয়েই ভর্তি করায়।

জানা গেছে, এ বছর ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছেন। তাদের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেছেন প্রায় ১৪ লাখ শিক্ষার্থী।