আপনি পড়ছেন

সহিহ বুখারিতে হজরত সালমান ফারসি (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই তোমার ওপর তোমার রবের হক রয়েছে। তোমার শরীর, তোমার স্ত্রীর, তোমার সন্তানের হক রয়েছে। অতএব প্রত্যেক হকদারকে তার হক বুঝিয়ে দাও।’ এ হাদিসে রাসুল (সা.) সর্বপ্রথম যে হকের কথা বলেছেন, তা হচ্ছে হক্কুল্লাহ বা আল্লাহ হক। মানুষের কাছে আল্লাহ তায়ালার কয়েকটি হক রয়েছে। পবিত্র কোরআনের আলোকে আজ আমরা তেমনি কয়েকটি হক নিয়ে আলোচনা করব।

silk fabric quran

১. আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি দেওয়া

মানুষের প্রতি আল্লাহ তায়ালার প্রথম এবং প্রধান হক হল- মানুষ আল্লাহকে এক ও অদ্বিতীয় বলে ঘোষণা করবে এবং মনে প্রাণে এ কথাটি মেনে নেবে। পবিত্র কোরআনের প্রায় এক-তৃতীয়াংশজুড়ে তাওহিদের আলোচনা করা হয়েছে। আল্লাহতালা বিভিন্ন যুক্তি দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন এই মহাবিশ্বের স্রষ্টা শুধু একজনই। 

সূরা আম্বিয়ার ২৪ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেন,

أَمِ اتَّخَذُوا مِن دُونِهِ آلِهَةً ۖ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ ۖ هَـٰذَا ذِكْرُ مَن مَّعِيَ وَذِكْرُ مَن قَبْلِي ۗ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ الْحَقَّ ۖ فَهُم مُّعْرِضُونَ

অর্থ: তারপরও কি আল্লাহর পরিবর্তে ওরা (কাল্পনিক) উপাস্যের উপাসনা করবে? (হে নবী!) ওদের বলুন, তোমরা যা বলছ, তার স্বপক্ষে একটি প্রমাণ উপস্থিত করো! আমার সঙ্গে যারা আছে, তাদের (কিতাবের) কথাও এই। আর আমার আগে যে রসুলরা এসেছে, তাদের (কিতাবের) কথাও একই। হায়! ওদের অধিকাংশই আসল সত্য সম্পর্কে অজ্ঞ। তাই ওরা একগুঁয়েভাবে সত্যকে প্রত্যাখ্যান করছে।

সূরা নিসার ১১৬ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেন,

إِنَّ اللَّـهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَاءُ ۚ وَمَن يُشْرِكْ بِاللَّـهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا

অর্থ: নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শরিক করার অপরাধ ক্ষমা করেন না। অন্য অপরাধের জন্যে যাকে ইচ্ছা ক্ষমা করেন। কেউ আল্লাহর সাথে শরিক করলে সে মারাত্মকভাবে পথভ্রষ্ট হয়। 

২. নিষ্ঠার সঙ্গে আল্লাহ তায়ালার ইবাদত করা

মানুষের ওপর আল্লাহ তায়ালার দ্বিতীয় হক হল নিষ্ঠার সঙ্গে আল্লাহর ইবাদত করা। সূরা জারিয়াতের ৫৬-৫৭ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেন,

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ - مَا أُرِيدُ مِنْهُم مِّن رِّزْقٍ وَمَا أُرِيدُ أَن يُطْعِمُونِ

অর্থ :আমি জ্বীন ও মানুষকে আমার ইবাদত অর্থাৎ ধর্মবিধান অনুসারে জীবনযাপনের জন্যে সৃষ্টি করেছি।

৩. আল্লাহ তায়ালার পাঠানো রাসুলের আনুগত্য করা

পবিত্র কোরআনের আলোকে মানুষের কাছে আল্লহার তৃতীয় হক হলো, আল্লাহ তায়ালা মানব জাতির হেদায়েতের জন্য যে মানুষটিকে নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, তার পূর্ণ আনুগত্য করা। 

সূরা আলে ইমরানের ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেন,

أَطِيعُوا اللَّـهَ وَالرَّ‌سُولَ ۖ فَإِن تَوَلَّوْا فَإِنَّ اللَّـهَ لَا يُحِبُّ الْكَافِرِ‌ينَ

অর্থ: ‘আল্লাহ ও রসুলের অনুগত হও। এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখো, আল্লাহ সত্য অস্বীকারকারীদের পছন্দ করেন না। ’

the holy quran

সূরা নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, 

مَّن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّـهَ ۖ وَمَن تَوَلَّىٰ فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا

অর্থ: যে রসুলের আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য করে। আর যারা তোমাকে মানতে অস্বীকার করে তাদের তত্ত্বাবধান করা তোমার কাজ নয়।’

৪. কেবল আল্লাহকেই ভয় করা

আল্লাহ ছাড়া অন্য কাউকে ভালো-মন্দের মালিক মনে করা, তাকে ভয় করা- স্পষ্ট শিরক। আল্লাহর চতুর্থ হক হলো, কেবল তাকেই ভয় করা।

সূরা বাকারার ১৫০ নম্বর আয়াতে আল্লাহ বলেন,

فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِي وَلِأُتِمَّ نِعْمَتِي عَلَيْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُونَ

অর্থ:শুধু আল্লাহকে ভয় করো। যাতে আমি আমার নেয়ামত পুরোপুরি দিতে পারি এবং তোমরা সৎপথে পরিচালিত হতে পারো।

সূরা আহজাবের ৩৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, 

 الَّذِينَ يُبَلِّغُونَ رِسَالَاتِ اللَّـهِ وَيَخْشَوْنَهُ وَلَا يَخْشَوْنَ أَحَدًا إِلَّا اللَّـهَ ۗ وَكَفَىٰ بِاللَّـهِ حَسِيبًا

অর্থ: তারা আল্লাহর বাণী প্রচার করত, আল্লাহকে ভয় করত। এছাড়া তাদের মধ্যে আর কোনো ভয় ছিল না। জবাবদিহিতা গ্রহণে আল্লাহই যথেষ্ট।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর