আপনি পড়ছেন

মহামারি করোনাভাইরাসের পরিস্থিতির মধ্যেই এবার স্বশরীরে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আসন্ন ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্বশরীরে নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

chattagram universaity 2019

রোববার বিষয়টি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ডিন কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে চবির বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ নাসিম হাসান বলেন, পরীক্ষায় মোট ১০০ নম্বর থাকবে। তবে ভর্তি পরীক্ষা কখন এবং কীভাবে অনুষ্ঠিত হবে, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

hons admission test 4

ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানান তিনি।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ও স্বশরীরে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে প্রয়োজনে পরীক্ষার নম্বর কমানো বা বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা করা হচ্ছে। তবে এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়।