আপনি পড়ছেন

মাস্ক পরা ছাড়া কাউকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না। সেইসঙ্গে সন্ধ্যা ৬টার পর ক্যাম্পাসে বহিরাগতরা অকারণে প্রবেশ করতে পারবে না। আগামীকাল শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

du logo newঢাবি ক্যাম্পসে মাস্ক ছাড়া ঢোকা নিষেধ

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন ঢাবি প্রক্টর এ কে এম গোলাম রব্বানী৷

তিনি জানান, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নে ক্যাম্পাসের প্রবেশমুখগুলোতে টহলের ব্যবস্থা করা হয়েছে।

করোনার সংক্রমণের কারণে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমও গত মার্চ থেকে বন্ধ রয়েছে। তবে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো খুলে দেওয়া হয়েছে।