বাইডেন প্রশাসনে থাকার দৌড়ে ৪ বাংলাদেশি
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
আসছে জানুয়ারিতে আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন নবনির্বাচিত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ইতোমধ্যে চলছে সরকার গঠনের প্রক্রিয়া। নতুন সরকারের প্রশাসনে থাকার জন্য দৌড়ঝাঁপও করছেন অনেকে। এর মধ্যে চার বাংলাদেশিও রয়েছেন।
বাইডেন ও কমলা হ্যারিস
নতুন সরকারের মন্ত্রিসভা ও অন্যান্য বিভিন্ন পদের দৌড়ে যে চার বাংলাদেশি রয়েছেন, তারা হলেন- ওয়াশিংটনের সিয়াটলের অ্যাটর্নি তাহমিনা ওয়াটসন, সাবেক মার্কিন রাষ্ট্রদূত ওসমান সিদ্দিক, মিশিগানের অ্যাটর্নি মৌসুমী এম. খান এবং ভার্জিনিয়ার তরুণ ডেমোক্র্যাটিক নেতা আনিকা রহমান।
অবশ্য মার্কিন প্রশাসনে তাদের কারো থাকার বিষয়টি এখনো নিশ্চিত নয়। এদের মধ্যে কেউ কেউ বাইডেন-কমলার (ভাইস-প্রেসিডেন্ট) ট্রানজিশন প্রশাসনে যোগদানের ইচ্ছাপোষণ করে লবিং করছেন বলে জানা গেছে।
বাইডেন প্রশাসনে থাকার দৌড়ে ৪ বাংলাদেশি
ওয়াশিংটন পোস্ট ও দ্য স্ট্যানফোর্ড ডেইলির প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
বাইডেনের নতুন প্রশাসনে যদি বাংলাদেশি বংশোদ্ভূত কেউ স্থান পায়, সেটি হবে বাংলাদেশিদের কাছে অনেক গর্ব ও অহংকারের।
এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে উপদেষ্টা হিসেবে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত নীনা আহমেদ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর