আপনি পড়ছেন

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তাদের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক স্নাতক (অনার্স) এবং স্নাতকোত্তরের (মাস্টার্স) চূড়ান্ত পরীক্ষা নিতে পারবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

UGC BANGLADESH LOGOবিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন

আজ রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

সভায় অনলাইনের মাধ্যমে ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ইউজিসি সদস্যরা যুক্ত ছিলেন বলে জানা গেছে।

public university bangladeshপরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

উল্লেখ্য, করোনাভাইরাসের মহামারির কারণে গত মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে আস্তে আস্তে স্বাস্থ্যবিধি মেনে একাডেমিক কার্যক্রমে ফেরার চেষ্টা করা হচ্ছে।