চলমান প্রাণঘাতী করোনা মহামারির সবচেয়ে খারাপ সময় হবে আগামী ৪-৬ মাস। রোববার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এমন সতর্কতা উচ্চারণ করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।

bill gates 26 04 2020বিল গেটস

স্বাস্থ্য পরিমাপ ও মূল্যায়ন সংস্থার পূর্ভাবাসের বরাত দিয়ে বিল গেটস বলেন, দুঃখজনকভাবে এই সময়ে আরো ২ লাখের বেশি মানুষ করোনায় প্রাণ হারাতে পারেন। বিশাল সংখ্যক মৃত্যু এড়াতে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত, মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এ বিষয়ে তিনি বলেন, এটি আরো ভালোভাবে সামাল দিতে পারতো ওয়াশিংটন।

মহামারিতে মৃত্যুর সম্ভাবনা বেড়ে যাচ্ছে বলে ২০১৫ সালে এক পূর্ভাবাস দিয়েছিলেন বিল গেটস। সে কথা উল্লেখ করে এখনকার পূর্বাভাসে তিনি বলেন, মৃত্যুর ক্ষেত্রে ভাইরাসটি আরো মারাত্মক হতে পারে আগামীতে।

pfizer cv vac flying united arirফাইজারের করোনা টিকা

তবে করোনাকালে গোটা বিশ্বের অর্থনৈতিক অবস্থা অতীতের পূর্বাভাসের চেয়ে অনেক ভালো রয়েছে বলে জানান প্রযুক্তিবিদ গেটস। এটি তার কাছে রীতিমতো অবাক বিষয় বলেও মনে করেন তিনি।

করোনার টিকা নিয়ে গবেষণায় মার্কিন সরকারের পরেই দ্বিতীয় সর্বোচ্চ অর্থ ব্যয় করছেন বিল গেটস ও তার প্রতিষ্ঠান। এ কথা জানিয়ে তিনি বলেন, কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশন (সিইপিআই)-এর সঙ্গে অংশীদার হিসেবে আমরা কাজ করছি, খুবই দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে চলছে।

করোনার লক্ষণ, থেরাপি ও টিকা সম্পর্কে বিজ্ঞানের অবস্থান জানার দাবি করে বিল গেটস বলেন, সংক্রামক ব্যধির ক্ষেত্রে এই দক্ষতা সংকট মোকাবেলায় সারা বিশ্বের ওপর প্রয়োগ করা হবে।

corona virus new 2করোনা ভাইরাসের প্রতিকী ছবি

এই মহামারিতে মৃত্যুর সংখ্যা কমানো এবং বিশ্ব অর্থনীতি চালু রাখার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, মার্কিন কোম্পানি ফাইজারের টিকার প্রাথমিক প্রযুক্তি জার্মানির বায়োএনটেকের। এটি আন্তর্জাতিকভাবে বণ্টন না করার মার্কিন সিদ্ধান্ত বিশৃঙ্খল ও ভুল পদক্ষেপ। এ টিকা সব মানুষের জন্য হওয়া উচিত।

টিকার প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা বাড়াতে জনসমক্ষে তা গ্রহণ করেতে চেয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ বুশ ও বারাক ওবামা। একইভাবে বিল গেটস করোনার টিকা গ্রহণ করবেন বলে জানিয়েছেন নিজেই।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.