আজ ২১ ডিসেম্বর। মহাকাশে আজ যা ঘটতে যাচ্ছে, সর্বশেষ তা দেখা গিয়েছিল আজ থেকে প্রায় ৪০০ বছর আগে। আজ সৌর জগতের দুটি গ্রহ অর্থাৎ বৃহস্পতি ও শনির যুগলবন্দি। ফলে বিশ্ব আজ এক মহাজাগতিক অতিবিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে।

jupiter and sturn conjunctionমহাকাশে আজ ৪০০ বছর আগের ঘটনার অবতারণা

বিজ্ঞানীরা বলছেন, এ দুটি গ্রহ আজ সোমবার এতই কাছাকাছি চলে আসবে যে, আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে তা বোঝা যাবে খালি চোখেও। চলতি মাসেই উল্কাপাত ও সূর্যগ্রহণের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে মহাকাশে ঘটনাবহুল এই ডিসেম্বর।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, সৌরজগতের দুটি গ্রহ পরস্পরের খুব কাছাকাছি আসার ঘটনা বিরল কিছু নয়। বরং প্রতি ২০ বছর অন্তর বৃহস্পতি তার প্রতিবেশী গ্রহ শনির পাশ দিয়ে যায়। তবে এত কাছ দিয়ে যাওয়ার ঘটনা বিরল। সর্বশেষ ১৬২৩ সালে এমন ঘটনা ঘটেছিল। অর্থাৎ টেলিস্কোপ আবিষ্কারের ১৩ বছর পর ওই ঘটনা ঘটে। বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি তখনো জীবিত ছিলেন। সেই হিসাবে আবার এমন বিরল ঘটনা ঘটতে যাচ্ছে ৩৯৭ বছর পর। এর মাধ্যমে আরেকবার সাক্ষী হতে যাচ্ছে পৃথিবীবাসী।

jupiter and sturn conjunction innerমহাকাশে আজ ৪০০ বছর আগের ঘটনার অবতারণা

নাসার বিজ্ঞানীরা বলছেন, আজ সোমবার ১ ডিগ্রির ১০ ভাগের ১ ভাগ কাছাকাছি থাকবে দুই গ্রহ বৃহস্পতি ও শনি। গ্রহ দুটি আবার একে অন্যের কাছাকাছি আসবে ৬০ বছর পর, অর্থাৎ ২০৮০ সালে।

বিজ্ঞানীরা আরো জানান, এই দুই গ্রহ এক সরলরেখায় এসেছিল ৮০০ বছর আগে। আর শেষবার ১৬২৩ সালে এত কাছাকাছি এসেছিল।

এ বিষয়ে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের মহাকাশ গবেষক অধ্যাপক ডেভিড ওয়েইনট্রাব জানান, একজন মানুষ তার জীবনকালে একবারই এমন ঘটনা দেখার সুযোগ পেতে পারেন। বিজ্ঞানীরা এ ঘটনাকে গ্রেট কনজাংশন বা মহাসম্মিলন অথবা মহাযুগলবন্দি হিসেবে অভিহিত করে থাকেন। নাসা এই মহাজাগতিক ঘটনার নাম দিয়েছে ‘ক্রিসমাস স্টার ২০২০’। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.