আপনি পড়ছেন

আর মাত্র কয়েক ঘণ্টা। এর পরই নানা ঘটনাবহুল ২০২০ সাল শেষ হয়ে ২০২১ সালে পদার্পণ করবে বিশ্ব। ঘড়ির কাঁটা রাত ১২টা বাজলেই বাংলাদেশসহ পুরো বিশ্ব নতুন বছরকে বরণ করে নেবে। অবশ্য সময়ের পার্থক্যের কারণে বিশ্বের বিভিন্ন দেশে নতুন বছরকে স্বাগত জানানোর ক্ষেত্রে তারতম্য থাকবে।

new year 2021 new1নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য প্রস্তুত নিউইয়র্কের বিখ্যাত টাইম স্কয়ার

তবে এ বছর মহামারি করোনাভাইরাসের কারণে নববর্ষ উদযাপনে থাকছে নানা সীমাবদ্ধতা। বিশ্বের অধিকাংশ দেশেই সন্ধ্যার পর থেকে কারফিউ জারি করা হয়েছে। কোনো মানুষ রাস্তায় নামতে পারবে না। এমনকি মানুষ সমাগম হয়, এমন কোনো অনুষ্ঠানও করা যাবে না। নিজ ঘরে থেকেই উদযাপন করতে হবে থার্টি ফার্স্ট নাইট।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার সিডনি থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পর্যন্ত বিশ্বের এক কর্ণার থেকে অন্য কর্ণার, সকল জায়গায় আতশবাজি প্রদর্শন এবং অন্যান্য জনসমাগম বাতিল করা হয়েছে।

new year 2021 new

নতুন প্রজাতির কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে ইউরোপের অধিকাংশ দেশে সব ধরনের উৎসব নিষিদ্ধ করা হয়েছে। ফ্রান্সে মানুষকে ঘরে রাখতে কারফিউ জারির পাশাপাশি অতিরিক্ত এক লাখ পুলিশ মোতায়েন করা হয়েছে।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নববর্ষ উদযাপনের দিক দিয়ে সবচেয়ে বর্ণিল অস্ট্রেলিয়া। বিশেষ করে, সিডনি শহর আতশবাজি প্রদর্শনে বিশ্বে অনন্য। কিন্তু এ বছর রাস্তাঘাটে কোনো মানুষকে জড়ো হতে দেয়া হচ্ছে না।

sydne portসিডনি হারবারে নববর্ষ উদযাপন: গত বছরের এই সময়, আর বর্তমানের এই সময়ের দৃশ্য

চীনের রাজধানী বেইজিংয়ের বার্ষিক নববর্ষের আলোকরশ্মির শো এ বছর বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সারা দেশের শহরগুলোতে ছোট আকারে উদযাপন করার অনুমতি দেয়া হয়েছে।

জাপান নতুন বছরের একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান বাতিল করেছে। যেখানে প্রতিবছর রাজা নুরুহিতো এবং রাজপরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকেন।

ভারতে রাজধানী দিল্লিসহ আরো বেশ কয়েকটি রাজ্যে রাত্রিকালীন কারফিউ জারি করাসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে ব্যতিক্রম নিউজিল্যান্ড। সেখানে করোনার সংক্রমণ একেবারে কমে যাওয়াতে (নাই বললেও চলে) ছোট আকারে বিভিন্ন অনুষ্ঠান পালিত হচ্ছে।

new year 2021

ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য, যেখানে নতুন প্রজাতির করোনাভাইরাস প্রথম শনাক্ত করা হয়, জনগণকে বাধ্যতামূলক ঘরে থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

জার্মানিতে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত লকডাউন জারি করা হয়েছে। সরকার আতশবাজি বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে। তুরস্কে নতুন বছরের প্রাক্কালে চার দিনের দীর্ঘ লকডাউন শুরু হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রেও অনেক রাজ্য এবং শহরে উৎসব নিষিদ্ধ করা হয়েছে। নিউইয়র্কের আলোকিত টাইমস স্কয়ার বলটি মধ্যরাতে ট্র্যাডিশনাল কাউন্টডাউন চলাকালীন শুরু করা হবে। তবে অঞ্চলটি জনসাধারণের জন্য বন্ধ থাকবে। এ ছাড়া উৎসবের নগরী বলে পরিচিত সান ফ্রান্সিসকো এবং লাস ভেগাসহ বিভিন্ন শহরে আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.