অনেক ধরনের পশু-পাখির বিচিত্র সব প্রতিযোগিতার কথা প্রায়ই শোনা যায়। এবার তাতে যুক্ত হলো ব্যতিক্রমী ছাগলদৌড়। গতকাল বৃহস্পতিবার এমন ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের কুলিয়ারচরে।

goat raceছাগলদৌড় প্রতিযোগিতা

এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন গ্রামের ১৬ জন প্রতিযোগী তাদের পালিত ছাগল নিয়ে অংশ নেন। এটির আয়োজন করে ‘পশ্চিম মোজরাই শান্তি সংঘ’ নামে একটি সংগঠন।

স্থানীয়রা জানান, ভিন্নতর প্রতিযোগিতাটি নিয়ে প্রচারণা চালানো হয় উপজেলার বিভিন্ন এলাকায়। নানা বয়সের ও শ্রেণি-পেশার মানুষ ছাগলের দৌড় দেখতে আসেন। এমনকি প্রতিযোগিতা শুরুর আগেই হাজারো লোকের উপচেপড়া ভিড় লক্ষ করা যায়।

উপজেলার ফেনাবাড়ি বন্দে পরে বিকেল ৪টা নাগাদ প্রতিযোগিতা শুরু হয়। এতে ৪ ধাপে ১৬ জন মালিক তাদের ছাগল নিয়ে অংশ নেন। এ সময় ছাগলের সঙ্গে মালিকদেরও দৌড়াতে দেখা যায়।

goat race 1মাগুড়ায় ছাগলদৌড় প্রতিযোগিতা

এ প্রতিযোগিতায় ১ম হয়েছেন পূর্ব আব্দুল্লাপুর গ্রামের ছাগল মালিক সাকিব মিয়া, পুরস্কার পেয়েছেন ১টি মোবাইল ফোন। মোজরাই গ্রামের ছাগল মালিক মো. শফিক মিয়া ২য় হয়ে ১টি সাউন্ড বক্স জিতেছেন। সর্বশেষ ও ৩য় স্থান অধিকার করে ১টি হিটার জগ পেয়েছেন পূর্ব আব্দুল্লাপুর গ্রামের হিরু মিয়া।

স্থানীয়রা বলছেন, এর আগে এমন কোনো প্রতিযোগিতার কথা পুরো জেলার কোথাও শোনা যায়নি কখনো। তবে ব্যতিক্রমী এমন প্রতিযোগিতায় আনন্দ পাওয়ায় আয়োজকদের সাধুবাদ জানান তারা।

এ বিষয়ে আয়োজক সংগঠনের মেহেদী হাসান মাছুম বলেন, করোনা স্থবির হয়ে পড়া জনজীবনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে এটি করেছেন তারা। এলাকাবাসী চাইলে আগামীতে এটি অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, এর আগে ২০১১ সালে মাগুরার শ্রীপুরের টুপিপাড়া গ্রামে বাংলা নববর্ষ পালন উপলক্ষে ছাগলদৌড় প্রতিযোগিতার আয়োজন করেছিল ইসলামী ছাত্রসংগঠনগুলো। তাতে উৎসুক জনতার ভিড় ছিল চোরে পড়ার মতো।

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.