খুলছে ঢাবির হল
- Details
- by শিক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলো আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে খোলার প্রস্তুতি চলছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এ কথা জানায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো
বিষয়টি নিয়ে রাতে ঢাবি উপাচার্য ভবনে প্রভোস্ট কমিটির এক সভায় হল খুলে দেয়ার সিদ্ধান্ত হয়। নিয়ম অনুযায়ী, এটি এখন সুপারিশ আকারে ডিনস কমিটি ও একাডেমিক সভায় ওঠানো হবে। সেখানে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, করোনার সার্বিক অবস্থা ও অগ্রগতি নিয়ে আলোচানা হয়েছে সভায়। অগ্রাধিকার ভিত্তিতে স্নাতক ও স্নাতকোত্তরের বিষয়টি বিবেচনা করে হলগুলো খুলে দেয়ার কথা ভাবা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
এ ক্ষেত্রে মাস্টার্স শেষপর্ব ও অনার্সের পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে উল্লেখ করে তিনি আরো বলেন, পরিস্থিতি বিচারে প্রস্তুতি নেয়ার কথা বলা হয়েছে সভায়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর