আপনি পড়ছেন

মহামারি করোনাভাইরাসের কারণে দেশে এসে অনেক প্রবাসী আটকা পড়েন। এদের মধ্যে অনেকেই এক্সিট ও রিএন্ট্রি ভিসা নিয়ে এলেও নানা জটিলতায় আর ফিরে যেতে পারেননি। এক্ষেত্রে সৌদিতে ফিরে যেতে তাদের আরো তিন বছর অপেক্ষা করতে হবে।

immigrantপ্রবাসী শ্রমিক, পুরনো ছবি

আজ রোববার সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট (জাওয়াজাত) এই তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে সৌদি গ্যাজেট।

সেখানে বলা হয়েছে, এক্সিট ও রিএন্ট্রি ভিসা নিয়ে আসার পরও যারা ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়াতে সৌদি আরবে আর ফিরতে পারেননি, তাদের আরো তিন বছর অপেক্ষা করতে হবে। অর্থাৎ আগামী তিন বছরের মধ্যে তারা দেশটিতে প্রবেশ করতে পারবেন না।

তবে যারা নতুন কাজের ভিসায় আগের নিয়োগ কর্তার কাছে ফিরবেন, তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।