আপনি পড়ছেন

শিশুদের নামাজে অভ্যস্ত করতে প্রবাসীদের অর্থায়নে উৎসাহমূলক ৪০ দিন জামাতে নামাজ পড়ার এক বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছে বোয়ালী ইসলামী ছাত্র পরিষদ। মৌলভী বাজারের বড়লেখায় আজ শুক্রবার জুমার নামাজের পর যা শুরু হবে।

eid ul fitr 2019

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুরা টানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারলে প্রত্যেক বিজয়ী শিশুকে ১টি করে সাইকেল উপহার দেওয়া হবে। জুমার নামাজের আগ পর্যন্ত এই বিশেষ প্রতিযোগীতায় অংশগ্রহণে ইচ্ছুক শিশুদের নাম তালিকাভুক্ত করা হবে।

এ বিষয়ৈ বোয়ালী ইসলামী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক জাফর আহমদ হিসাম বলেন, ছোটবেলা থেকে নামাজের অভ্যাস গড়ে উঠলে বড় হয়ে নামাজ ছাড়ার প্রবণতা খুব একটা দেখা যায় না। এ কারণে আমাদের নবীজি (সা.) শিশুদের নামাজে অভ্যস্ত করার ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন। শিশুদের নামাজে অভ্যস্ত করতেই আমাদের এই বিশেষ উদ্যেগ।

namaz 2

তিনি আরো বলেন, পুরস্কার বড় বিষয় নয়। শিশুরা নামাজে অভ্যস্ত হলেই আমাদের এ ক্ষুদ্র আয়োজন সফল হবে।

শিশুদের নামাজ আদায়ের প্রতিযোগিতার পুরস্কারের অর্থায়ান করছে বড়লেখার প্রবাসী সন্তানরা।

জানা যায়, বড়লেখায় বিভিন্ন সামাজিক কাজ করে জড়িত এ সংগঠনটি। অসহায়, দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া এ সংগঠনের নিয়মিত কাজ।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর