আপনি পড়ছেন

করোনা ভাইরাসের মহামারির কারণে বাংলাদেশের ওপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দক্ষিণ কোরিয়া। এর ফলে আগামীকাল সোমবার থেকে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমে (ইপিএস) ভিসার জন্য আবেদন করতে পারবেন শিক্ষার্থীসহ বাংলাদেশিরা।

bangladesh south korea flagবাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার পতাকা

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ রোববার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দক্ষিণ কোরিয়া আগামীকাল সোমবার থেকে পুনরায় ভিসা কর্মসূচি চালু করছে। বাংলাদেশি নাগরিকসহ শিক্ষার্থীরা তাদের এই ভিসা প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন।

তবে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেদেশে যাওয়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে যদি কোভিড-১৯ সংক্রমণের হার আবারো বেড়ে যায়, সেক্ষেত্রে এই ভিসা নিষেধাজ্ঞা থাকতে পারে।

এদিকে, দক্ষিণ কোরিয়ায় থাকা বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে তাদের ফেসবুক পেজে এক বার্তায় বলা হয়েছে, দেশটিতে আগমনের আগে, করোনা শনাক্তের নমুনা পরীক্ষাকালে এবং এ সংক্রান্ত সনদ সংগ্রহকালে সংশ্লিষ্ট সকলে যেন যথাসম্ভব সতর্কতা অবলম্বন করেন।