যেন থামতেই চাইছে না ম্যানচেস্টার সিটি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১৪ ম্যাচে জয় আছে তাদের। গতকালও মাঠে নামে সোয়ানসিয়ার বিপক্ষে এফএ কাপের পঞ্চম রাউন্ডে এর ব্যতিক্রম হলো না। সেখানেও ৩-১ গোলের জয় তুলে নিলো পেপ গার্দিওলার শিষ্যরা।
789101213ম্যানচেস্টার সিটি বনাম সোয়ানসিয়া
লিবার্টি স্টেডিয়ামে স্বাগতিক সোয়ানসিয়াকে হারিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগের দল হিসেবে দেশটির ঘরোয়া ফুটবলে টানা ১৫ ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়লো সিটি। এর আাগে ১৮৯১-৯২ মৌসুমে প্রেস্টন এবং ১৯৮৭-৮৮ মৌসুমে আর্সেনাল টানা ১৪টি করে ম্যাচ জিতেছিল।
ম্যাচের শুরু থেকেই সোয়ানসিয়াকে কোণঠাসা করে রাখে সিটি। বল দখলে তিনগুণ এগিয়ে থেকে স্বাগতিকদের ওপর চাপ বাড়িয়ে দেয়। প্রথমার্ধে ওয়াকার দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন রহিম স্টার্লিং এবং গ্যাব্রিয়েল জেসুস। সোয়ানসিয়ার হয়ে শেষদিকে একটি গোল পরিশোধ করেন হুয়িটেকার।