হাতে থাকা স্মার্টফোনটি স্মার্ট অ্যাপ্লিকেশনের উপরই নির্ভরশীল। যাপিত জীবনে প্রয়োজন হয় এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই তৈরি হয়েছে অ্যাপ। তাই তথ্যপ্রযুক্তির এই যুগে অ্যাপস ছাড়া যেন থমকে থাকে জীবন। ঘণ্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়া, গেমস, ই-মেইলসহ নানা প্রয়োজনে অ্যাপস ব্যবহার হয়ে আসছে। তবে সব অ্যাপই কিন্তু সুবিধার জন্য তৈরি নয়। কিছু কিছু অ্যাপস ক্ষতির কারণও হয়েও দাড়ায়।

apps list

ক্ষতিকর ওইসব অ্যাপস ব্যবহারে সচেতন হতে হয় ব্যবহারকারীদের। তা না হলে মারাত্বক বিপদে পড়ার সম্ভাবনা তৈরি হয়। এবার আসুন দেখে নিই অনলাইনে ক্ষতিকর কিছু অ্যাপ। যে গুলো থেকে সবাইরই সাবধান থাকা উচিত।

কুইকপিক
সাধারণ অনেক বেশি ব্যবহারবান্ধব ও সহজ হওয়ায় এই অ্যাপটি ফটো গ্যালারি হিসেবে বেশ জনপ্রিয় ব্যবহারীদের কাছে। অ্যাপটি বর্তমান মালিক চিতাহ মোবাইল নামের একটি প্রতিষ্ঠান। গত বছর অ্যাপটি প্রতিষ্ঠানটির হাতে পড়ার পর থেকেই এটি ব্যবহারকারীরা তথ্যের নিরাপত্তাহীনাতায় ভোগছে। কারণ কোম্পানিটি তার ব্যবহারকারীদের তথ্য নিজস্ব সার্ভারে আপলোড করছে। এতে ব্যবহারকারীর গোপনীয়তা নষ্ট হওয়ার আসঙ্কা তৈরি হয়েছে। ইএস ফাইল এক্সপ্লোরার এ শিরোনামের অ্যাপটি অনেকর কাজে লাগলেও এর বিনামূল্যের সংস্করণ ব্লটওয়্যার ও অ্যাডওয়্যারে পূর্ণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অ্যাপটি কেটে দেয়া যায় না এমন নোটিফিকেশন বার পপ-আপের মাধ্যমে অতিরিক্ত অ্যাপস ব্যবহারে বাধ্য করে। যা ব্যবহারকারীর মোটেই প্রয়োজন নেই এবং ভোগান্তির কারণ হতে পারে।

ইউসি ব্রাউজার
বর্তমানে স্মার্টফোন গ্রাহকদের কাছে জনপ্রিয় ব্রাউজারের অন্যত হচ্ছে ইউসি ব্রাউজার। মূলত ইন্টারনেট ডেটা সাশ্রয়ের জন্যই জনপ্রিয়তা এই ব্রাউজারটির। তবে ব্রাউজারটিতে তথ্য হারনোর ভয় রয়েছে। ব্রাউজারটি ব্যবহারকারীর সার্চ কুয়েরি এনক্রিপশন ছাড়াই ইয়াহু এবং গুগলের কাছে পাঠায়। যার সঙ্গে ব্যবহারকারীর আইএমএসআই নম্বর, আইএমইআই নম্বর, অ্যান্ড্রয়েড আইডি, ওয়াই-ফাই ম্যাক অ্যাড্রেসসহ নানা তথ্য থাকে। এতে করে বড় ধরনের বিপদের সম্মুখিন হতে পারেন তারা।

ক্লিনইট
অনেকেই এই অ্যাপটি থেকে সুবিধা নিয়ে থাকেন। কিন্তু জানেন কী এই অ্যাপটি থেকেই বিজ্ঞাপন দাতারা ব্যবহারকারীর নানা তথ্য পেয়ে থাকে। এছাড়া অ্যাপটির মাধ্যমে যখন ক্যাশ ক্লিন করা হয় তখন ফোনও ধীরগতির হয়ে পড়ে।

মিডিয়া প্লেয়ার
এই অ্যাপটি প্রায় স্মার্টফোন গ্রাহকই ব্যবহার করে থাকেন। এটি ডিভাইসের যে কোন অডিও ফাইল শোনার জন্য ব্যবহৃত হয়ে থাকে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, অ্যাপটি অত্যধিক ব্যাটারির চার্জ এবং ইন্টারনেট ডেটা নষ্ট করে। এছাড়াও গুগল প্লে স্টোরে যে পরিমাণ রিভিউ হয়েছে তা থেকে দেখা গেছে, অ্যাপটির গিগাবাইট পরিমাণ ডেটা খরচের অভিযোগ রয়েছে।

ডিইউ ব্যাটারি সেভার অ্যান্ড ফাস্ট চার্জ 

বিশেষজ্ঞদের মতে ডিভাইসে ব্যাটারি সেভিং অ্যাপ ব্যবহার না করাই ভালো। এটি প্রমাণিত হয়েছে যে এই অ্যাপটির দ্রুতগতিতে চার্জ দেয়ার ক্ষমতা রাখে না। পাশাপাশি লক স্ক্রিনেও অধিক পরিমাণে বিজ্ঞাপন দেখায় ও নানা ধরনের নোটিফিকেশনের মাধ্যমে অযথা ভোগান্তির সৃষ্টি করে। এছাড়া এর স্পিড গ্রাফ ও অ্যানিমেশনেও রয়েছে নকলের অভিযোগ।


ডলফিন ব্রাউজার
এটি সাধারণত বিজ্ঞাপন ফ্রি ফ্ল্যাশ সমর্থিত ব্রাউজার। কাজের দিক থেকে এটি ইউসি ব্রাউজারের মতোই ব্যবহারকারীর কার্যক্রমের নজরদারি করে থাকে। এ ব্রাউজারে ব্যবহারকারীর গোপনীয়তা নষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

আপনি আরো পড়তে পারেন 

ইউসি ব্রাউজার: প্রতি ঘণ্টায় থাকছে স্মার্টফোন জেতার সুযোগ

অ্যাপস দিয়ে মিলিয়ে নিন যাকাতের হিসেব

হোয়াটসঅ্যাপে এলো নতুন ফিচার

ভারতীয় সুপ্রিম কোর্টে হোয়াটসঅ্যাপ বন্ধের আবেদন খারিজ

ফেসবুকে এলো নতুন দুটি ফিচার

 

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.