বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে বিক্ষোভ, আল্টিমেটাম
- Details
- by শিক্ষা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাস ও আবাসিক হল খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হল খুলে দেয়ার আল্টিমেটামও দেয়া হয়েছে।
রাবিতে বিক্ষোভ
আজ রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। সেটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। তারপরও বিশ্ববিদ্যালয়গুলো খোলার ব্যাপারে কিছুই ভাবছে না সরকার। অপেক্ষা দীর্ঘতর হলেও কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না।
রাবিতে সমাবেশ
সিদ্ধান্ত না নিয়ে আর ঘরে বন্দি রাখা যাবে না উল্লেখ করে তারা আরো বলেন, অনেক ধৈর্য ধরেছি, আর নয়। শিক্ষার্থীদের অশান্ত না করে দ্রুত ক্যাম্পাস-হল খুলে দেয়ার দাবি জানাচ্ছি আমরা।
আন্দোলনরতরা জানান, এ বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েক শ’ শিক্ষার্থী অংশ নিয়েছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর